মুখে টুথপেস্ট মাখার শাস্তি! ঘর থেকে প্রথম দিনেই বের করা হল পুনীত সুপারস্টারকে?
বিগ বস ওটিটি সিজন ২-এর ঘরে পুনীত সুপারস্টার যাচ্ছেন শোনার পর থেকে অনেকেই তাঁকে বিজেতা হিসেবে ঘোষণা করে দেন। তবে দেখা গেল বাস্তবে ঠিক উলটোই হল। প্রথম দিনেই বিগ বসের থেকে ওয়ার্নিং পেয়ে বসলেন এই ইউটিউব সেনসেশন কমেডিয়ান।
পুনীত কুমার, লর্ড পুনীত বা পুনীত সুপারস্টার নামে পরিচিত। মোটরবাইকের পিছনের সিটে বসে চিৎকার করার একটি ভিডিয়ো অনলাইনে শেয়ার করে পুনীত ভাইরাল হয়েছিলেন। তবে এটাই তাঁর প্রথম রিয়েলিটি শো।
পুনীত সুপারস্টার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। বলা হয় তিনি তাঁর ইউটিউব ভিডিয়ো থেকে আয়ের ৯০ শতাংশ অভাবী শিশু ও মানুষের জন্য ব্যয় করে থাকেন। যার জন্য জনসাধারণের কাছ থেকে পান প্রচুর ভালোবাসা।
তবে পুনীতের বিগ বসের জার্নি অতটাও মসৃণ হল না। স্টেজেই তাঁকে প্যানেলে থাকা সাংবাদিক ও তারকাদের আক্রমণের মুখে পড়তে হয়। যেখানে বিগ বস ১৬-র বিজেতা এমসি স্ট্যান তাঁর ভিডিয়োকে ‘ক্রিঞ্জ’ (হীন) বলেন। এমনকী, জনতার ভোটে ২ নম্বরে থাকা পুনীতকে সোজা নামিয়ে দেওয়া হয় ১০ নম্বরে। মাত্র ২০ হাজার টাকা দিয়ে পাঠানো হয় বিগ বস ওটিটি-র ঘরে। এত কম টাকায় নিজের জন্য বিছানাও কিনতে পারেন না পুনীত। আরও পড়ুন: পূজা ভাট থেকে আকাঙ্খা-আলিয়া, বিগ বসের ঘরে কারা এবারের প্রতিযোগী?
আর ঘরে প্রথমদিন থেকেই শুরু হয়ে যায় পুনীতের পাগলামো। টুথপেস্ট, হ্যান্ড ওয়াশ নষ্ট করা, মুখে কেমিক্যাল লাগানো-র মতো নানা কাণ্ড করতে থাকে। পুনীতকে থামাতে ওয়ার্নিং দিতে হয় বিগ বসকেও। বিগ বসের কাছ থেকে আসা সতর্কতা পেয়ে পেয়ে পুনীত বারবার বলতে থাকেন তাঁকে যেন বিগ বস ঘর থেকে বের করে দেয়। নিজেকে আঘাত করতে থাকেন। এমনকী বিগ বসকেও হমকি দিতে থাকেন নিজের ফ্যান ফলোইং নিয়ে। বলতে থাকেন, তাঁর জন্যই আসবে এই শো-র টিআরপি। এমনিতে তাঁর টাকার কোনও প্রয়োজন নেই।
এমনকী, পুনীতের ব্যবহারে বেশ ঘাবড়ে যান অন্য প্রতিযোগীরাও। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো দাবি করছে বের করে দেওয়া হয়েছে পুনীতকে। সত্যিই কি তাই? জনতার কি প্রতিক্রিয়া হবে এতে।
বিগ বস ওটিটি-র প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন করণ জোহর। তবে দ্বিতীয় সিজন থেকে তা নিজের হাকে তুলে নেন সলমন খান। এবারের প্রতিযোগী হিসেবে রয়েছেন আলিয়া সিদ্দিকি, পূজা ভাট, আকাঙ্খা পুরী, অবিনাশ সচদেব, ফলক নাজ, বেবিকা ধুরভে, মণীষা রানি, পলক পুরসওয়ানি-রা।
For all the latest entertainment News Click Here