মুক্তির পাঁচদিন আগে ‘চিনে বাদাম’ থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত, কিন্তু কেন?
শনিবার পর্যন্ত নিজের নতুন ছবি ‘চিনেবাদাম’-এর প্রচার করেছেন যশ দাশগুপ্ত। এবার সেই ছবি থেকেই সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন তিনি। আর এই খবর জানার পর থেকেই চোখ কপালে উঠল সকলের। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ কী হল?
‘চিনেবাদাম’ ছবির মুখ্য চরিত্রে কাজ করেছেন যশ। বিপরীতে এনা সাহা। ছবি মুক্তি পেতে আর পাঁচদিন বাকি। শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ১০ জুন। আর তার আগেই ঘটে গেল ছন্দপতন।
কী লিখেছেন যশ টুইটারে? একটি বিবৃতি পেশ করা হয় অভিনেতার তরফে। যেখানে লেখা ছিল, ‘জারেক এন্টারটেনমেন্ট আর পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে ক্রিয়েটিভ মতবিরোধের কারণে আমি চিনেবাদাম প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনওভাবেই এই ছবির সঙ্গে যুক্ত নই। যদিও আমি নিজের সেরাটা দিয়েছি ছবির শ্যুট ও পোস্ট প্রোডাকশনের কাজে। চাই না সেটা বৃথা যাক। আমি নির্মাতাদের অনেক শুভেচ্ছা জানাই। যদি পরিস্থিতি তেমন হয়, আমি কারণও প্রকাশ্যে আনব।’
কী এমন হল যে এমন সিদ্ধান্ত নিলেন যশ? পরিচালক শিলাদিত্য আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘ও টুইট করেছে, ও-ই ভালো বলতে পারবে। শনিবার যে গানটা আমাদের মুক্তি পেয়েছে ওটা নিয়েই একটু সমস্যা ছিল। যশ যেহেতু বানিজ্যিক ছবির ঘরানা থেকে ও আমার থেকে তেমনটাই আশা করেছিল। কিন্তু আমি তো সেটা পারব না। আমার ছবিটাই খারাপ হয়ে যাবে।’
জারেক এন্টারটেনমেন্টের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি এনা সাহা। তবে এনার মা বনানী জানিয়েছেন, ‘আমি তো কিছুই জানি না। শুক্রবারও আমার সঙ্গে প্রচারে অংশ নিয়েছে। এরমধ্যে কী হল কিছুই বুঝতে পারছি না।’
প্রসঙ্গত, জারেক এন্টারটেনমেন্টের পরের ছবিতে একসঙ্গে কাজ করার কথা আছে যশ আর নুসরতের। ছবির একটা গানের শ্যুটও এরমধ্যে হয়ে গিয়েছে কাশ্মীরে। সেই ছবির এবার কী হবে!
For all the latest entertainment News Click Here