মুক্তিতে ‘না’, ‘পাঠান’-এর টানে বাংলাদেশ থেকে ত্রিপুরায় শাহরুখ অনুরাগীর পরিবার
‘পাঠান’, ‘বেশরম রং’, ‘গেরুয়া বিকিনি’ নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন অতীত, আপাতত গোটা বিশ্ব ‘পাঠান’ জ্বরে কাবু। বড় পর্দায় ফিরে এসেছে শাহরুখ ম্যাজিক। পাঠান নিয়ে ক্রেজ যেন নিত্যদিনই বাড়ছে। রোজই নতুন করে একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখের এই ছবি। বিষয়টি যেন একপ্রকার উৎসবে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে ‘পাঠান’ মুক্তি পেলেও এই ছবি বাংলাদেশে মুক্তি পায়নি। তাই বাংলাদেশ থেকে সোজা এদেশে ছুটে এসেছেন বেশকয়েকজন শাহরুখ অনুরাগী। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
টুইটারে ঘুরে বেড়াচ্ছে বেশকিছু ছবি। যেখান থেকে জানা যাচ্ছে, পাঠান দেখতে ঢাকা থেকে ত্রিপুরার আগরতলা পৌঁছেছিলেন এক শাহরুখ অনুরাগী পরিবার। সেখানকার রূপসী সিনেমায় পাঠান দেখেলেন ফিরোজ আহমেদ, রেহানা আনসারী এবং তাঁদের দুই সন্তান। ফিরোজ আহমেদ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ঢাকা থেকে আগরতলায় এসে ‘পাঠান’ দেখার কথা জানিয়েছেন। শতদীপ সাহা নামে এক ব্যক্তি টুইটারে বাংলাদেশ থেকে ফিরোজ আহমেদের পরিবারে পাঠান দেখতে আসার কথা জানান।
যদিও ফিরোজ আহমেদ শতদীপ সাহার সেই পোস্টের উত্তরে লেখেেন, তিনি আসলে ভারতের নাগরিক। পরিবার নিয়ে বাংলাদেশে থাকেন, কাজের সূত্রে। যেহেতু বাংলাদেশ সরকার সেদেশে ‘পাঠান’ মুক্তি দিতে চায়নি, তাই তাঁরা ঠিক করেন বাংলাদেশের নিকটবর্তী ভারতের কোনও শহরে এসে পাঠান দেখবেন।
এদিকে সকলকে তাক লাগিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’। ২৫ জানুয়ারি গত বুধবার মুক্তি পেয়েছে, এই ছবি। হ্যাঁ, কোনও ছুটির দিন নয়, একদম ভরা সপ্তাহের মাঝে মুক্তি পেয়েও বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে পাঠান। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা, ৩ ফেব্রুয়ারি, শুক্রবার তাঁর টুইটারে পোস্টে জানান, মুক্তির ৯ দিনে বিশ্বজুড়ে এই ছবি মোট ৭০০ কোটির ব্যবসা করেছে। ইতিমধ্যেই এটি টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, এক থা টাইগার, ইত্যাদি ছবিগুলোর বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেছে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেরা ছবি হিসেবে এখন বক্স অফিসে জায়গা করে নিয়েছে।
বক্স অফিস ইন্ডিয়া ডট কমের মতে শনিবার, ৪ জানুয়ারি এই ছবি বিশ্বজুড়ে দঙ্গলের সর্বকালীন ব্যবসাকে ছাপিয়ে যেতে চলেছে। এর আগে আমিরের ‘দঙ্গল’ বিশ্বজুড়ে ৭০২ কোটি টাকার ব্যবসা করেছিল। পাঠানের পরবর্তী লক্ষ্য হবে ‘বাহুবলী’-২। যেটি কিনা বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০১ কোটি টাকা আয় করেছিল।
For all the latest entertainment News Click Here