‘মি টু’-র অভিযোগে বিদ্ধ সাজিদ খান কেন বিগ বসের ঘরে? শো আর সলমনকে বয়কটের ডাক উঠল
Me Too Alleged Sajid Khan At Bigg Boss House: সলমন খানের ‘বিগ বস ১৬’-র ঘরে শুরু থেকেই বিতর্ক। আসলে শেষ প্রতিযোগী হিসেবে স্টেজে ওঠেন পরিচালক সাজিদ খান। যা দেখে মুখ হাঁ হয়েছে একাধিকের। অনেকে এখন থেকেই শো না দেখার ডাক দিয়ে ফেলেছেন।
২০০৮ সাল থেকে শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছে সাজিদ খানের উপরে। একজন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমি বিব বস ৯-১২-১৪-১৫-র মতো বোরিং সিজন হলেও মেনে নিতে পারতাম, কিন্তু তা বলে এমন একটা সিজন দেখতে চাই না যা অপারধীতে ভরা। মি টু অভিযুক্তকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, যেখানে নির্যাতিতাকে করা হচ্ছে দূরছাই।’
কমেডিয়ান শাহিল শাহ লিখলেন, ‘সাধারণ মানুষ: সাজিদ খান নিজের কর্মচারীর উপরেই শারীরিক নির্যাতন করেছে। আশা করি এরপর ও আর কোথাও কাজ পাবে না। বিগ বস: হ্যাঁ, চলুন আমরা আমাদের ঘরেই ডেকে নেই।’
এক জনৈক লিখলেন, ‘৮ মহিলা সাজিদ খানের উপরে অভিযোগ এনছেন। আর তা সত্যি বলেই তো ৪ বছর ঘরের বাইরে আসেনি। আর তাঁকেই কি না নিয়ে আসা হল এত বড় একটা জাতীয় শো-তে। লজ্জা হওয়া উচিত।’
নাবালিকা মডেল-অভিনেত্রীকে ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নামে নগ্ন হওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ‘হাউজফুল’-এ একটি চরিত্র পাইয়ে দেওয়ার নামে তিনি সেরকম করেছিলেন বলেই দাবি করেছিলেন নির্যাতিতা মডেল-অভিনেত্রী পাওলা। সঙ্গে অভিনেতা অহনা কুমার থেকে শুরু করে এক নামজাদা পত্রিকার সাংবাদিক সাজিদের বিরুদ্ধে অশালীন আচরণ, শারীরিক হেনস্থা করার অভিযোগ আনেন। যা নিয়ে তোলপাড় হয়েছিল মিডিয়ায় সেইসময়।
For all the latest entertainment News Click Here