মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন নন্দিনী গুপ্তা, জানুন এই মুকুট-সুন্দরী সম্পর্কে
মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। নন্দিনী গত রাতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাথায় পড়লেন দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2023-এর খেতাব জিতলেন এই সুন্দরী। দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ হয়েছেন, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে তিনি এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন। মিস ইন্ডিয়া সংস্থার মতে, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ‘[তিনি] মানবতার জন্য সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন। লাখ-লাখ মানুষের প্রিয় এদিকে সর্বদা মাটির মানুষ।’ সঙ্গে আরেক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি ফলো করেন প্রিয়াঙ্কা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাঁকে জীবনে অনুপ্রাণিত করে। আরও পড়ুন: আইপিএলে RCB-র জয়ে বিরাট-অনুষ্কার হাতে পানীয়ের গ্লাস, কীসে চুমুক দিলেন তাঁরা?
অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশন-সহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘বিশ্ব- তিনি এসে গিয়েছেন। নন্দিনী গুপ্রা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তাঁর সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছেন। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাঁকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য গর্বিত। আপনি সারাজীবন এরকমই উজ্জ্বল থাকুন। সকলে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নন্দিনী গুপ্তাকে স্বাগত জানান।’
নন্দিনী সৌন্দর্য প্রতিযোগিতার ৫৯তম সংস্করণ জিতে নিয়েছেন। ইভেন্টে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে পারফর্ম করেন। মনীশ পল এবং ভূমি পেডনেকর ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here