মিস্টার পারেকশনিস্টের ছবিতেই গলদ! দঙ্গলের পোস্টারের কোন ভুল বের করলেন ফটোগ্রাফার
২০১৬ সালে আমির খান অভিনীত দঙ্গল ছবিটা মুক্তি পেয়েছিল। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, জায়রা ওয়াসিম, সাক্ষী তানওয়ার, সুহানি ভাটনগর অপরশক্তি খুরানা, প্রমুখকে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ম্যাজিক করেছিল। কুস্তিগীর ফোগাট বোনদের লড়াইয়ের গল্প এই ছবিতে উঠে এসেছিল। গান থেকে ছবির গল্প সবটাই ফাটাফাটি রকমের ভালো ছিল। আর সেটার প্রমাণ এই ছবির বক্স অফিস কালেকশন দিয়েছে। কিন্তু আপনি কি জানেন এই ছবির পোস্টারেই বড়সড় গলদ আছে? হ্যাঁ, মিস্টার পারফেশনিস্টের ছবিতেই গলদ। কী দেখুন।
বলিউডের অন্যতম বিখ্যাত ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর যিনি এই দঙ্গল ছবির পোস্টারের ছবি তুলেছিলেন তিনিই এই পোস্টারের খুঁত প্রকাশ্যে আনলেন। দেখুন তো আপনি এটা আগে দেখেছেন কী?
অবিনাশ জানিয়েছেন আমিরের এই ছবির পোস্টারে বেশ বড় রকমের একটা গলদ আছে যেটা কেউ কখনও চিহ্নিত করেনি। একটি পোর্টালকে সাক্ষাৎকার দিতে গিয়ে অবিনাশ বলেন, এই ছবির পোস্টার তাঁর কাছে ভীষণই স্পেশাল। কিন্তু তা সত্বেও কেউ যদি এই ছবির পোস্টারটি খুব খুঁটিয়ে লক্ষ্য করেন তাহলেও তাঁর চোখে এই ভুল ধরা পড়বে না। কিন্তু কেন এমনটা মনে করেন তিনি? আর ভুলটাই বা কোথায় লুকিয়ে?
দঙ্গল ছবির পোস্টারের গলদ
দঙ্গল ছবির পোস্টারে আমির খানকে তাঁর চার মেয়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। উহু, ভুলটা এখানেই। চার নয়। দুই মেয়ের সঙ্গে, গীতা আর ববিতা। কারণ এখানে যে চারজন রয়েছেন তাঁরা আদতে গীতা ববিতার ছোট এবং বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন। যদিও ছবিতে এঁদের একসঙ্গে কখনই দেখা যায়নি। কিন্তু এই ছবিটা এতটাই নিখুঁত, এতটাই ভালো এসেছিল যে কেউ সেটা না খেয়াল করেছেন না প্রশ্ন তুলেছেন।
এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে অবিনাশ আমিরের ভীষণ প্রশংসা করেন। বলেন এই ছবিতে আমিরকে মহাবীর সিং ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল, উনি যেন পুরো চরিত্রটার মধ্যে ঢুকে গিয়েছিলেন। এই ছবিটা পুরোটাই কুস্তি এবং মারামারি নিয়ে। কিন্তু পোস্টারে কিন্তু তার এতটুকু আভাস বা ছাপ নেই।
For all the latest entertainment News Click Here