‘মিষ্টি মানুষ’ রণবীরে মুগ্ধ ঋতাভরী! একসঙ্গে কোথায় ফ্রেমবন্দি হলেন দুই তারকা
কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো। আর তা নিয়েই দেখার মতো উন্মাদনা। উৎসবের মরশুমে এক ফ্রেমে দুই ইন্ডাস্ট্রির দুই তারকা। রণবীর কাপুর এবং ঋতাভরী চক্রবর্তী।
তবে কি একসঙ্গে কাজ করছেন তাঁরা?
না, এখনই তেমন কিছু হচ্ছে না। নবরাত্রি উদযাপন করতে গিয়ে দেখা হল দু’জনের। আর তখনই একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন দুই তারকা।
দুর্গাপুজোর মাঝেই কলকাতা ছেড়ে দক্ষিণে পাড়ি দিয়েছিলেন ঋতাভরী। কেরালার ত্রিসূরে স্বর্ণ ব্যবসায়ী টি এস কল্যানরমণ আইয়ারের আমন্ত্রণে নবরাত্রি উদযাপনে সামিল হয়েছিলেন বঙ্গতনয়া। তাঁর পাশাপাশি অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির তাবড় সব তারকারা।
সেখানেই লেন্সবন্দি হয়েছে রণবীর এবং ঋতাভরীর কথোপকথনের মুহূর্ত। সেই ভিডিয়োই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছোট পর্দার ললিতা। রণবীরের প্রশংসা করে লিখেছেন ‘মানুষের বেশে যেন এক মুঠো রোদ! কী মিষ্টি মানুষটা!’
দক্ষিণে গিয়ে ক্যাটরিনা কইফের সঙ্গেও সাক্ষাৎ হয় ঋতাভরীর। অতীতে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। দীর্ঘ দিন পর সহকর্মীকে দেখে আপ্লুত বঙ্গতনয়া। ক্যাটরিনার সঙ্গে ছবি দিয়ে লিখলেন, ‘এই মানুষটাকে কতটা পছন্দ করি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
ঋতাভরীকে দেখা যাবে উইন্ডোজ প্রোডাকশনসের পরবর্তী ছবি ‘ফাটাফাটি’তে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছিলেন, ‘বলা হত, নায়িকাকে হতে হবে অপ্সরার মতো সুন্দরী। আশা করি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই ধারণা ভাঙতে পেরেছি। সাহসী ছবি করছি। মানুষ সার্জারির পর আমার ওজন বেড়ে যাওয়া দেখেছেন। আমি আড়াল করার চেষ্টাও করিনি। অনেকেই হয়তো আমার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। তাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি খুব খুশি।’
For all the latest entertainment News Click Here