মিশন মজনুতে দৃষ্টিহীনের অভিনয় করতে গিয়ে মাথা ধরত রশ্মিকার!
একটা দুর্দান্ত বছর শুরু করলেন রশ্মিকা মন্দানা। আর হবে নাই বা কেন শুনি! এক বছর তাঁর চারটি ছবি মুক্তি পেতে চলেছে তাও আবার বিভিন্ন ভাষায়। এর মধ্যে আছে তাঁর প্রথম ছবি যা সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। আর এই ছবিটি হল মিশন মজনু। রশ্মিকার বিপরীতে এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে। এই ছবিতে রশ্মিকা আংশিক দৃষ্টিহীনের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথমবার তিনি এমন কোনও চরিত্রে অভিনয় করতে চলেছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তিনি কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন।
সবার আগেই তাঁর থেকে জানতে চাওয়া হয় যে তিনি কেন এক চ্যালেঞ্জটি নিয়েছিলেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনেতা হিসেবে আমি এমন চরিত্র এর আগে করিনি। তার উপর এই ছবিটির প্রেক্ষাপট এমন একটা সময়ের যে তখনকার মতো করে আমায় সাজতে হতো। আমার মনে হয়েছিল আমি সামলাতে পারব তো? সবটাই তো আমার কাছে নতুন। আমাকে ট্রেনিং নিতে হয়েছিল আংশিক দৃষ্টিহীনের চরিত্রে অভিনয় করার জন্য।’
কিন্তু না দেখে অভিনয় করাটা কি সহজ ছিল? এর উত্তরে রশ্মিকা স্পষ্টই জানান না। প্রচণ্ডই কষ্টকর ব্যাপার ছিল। তিনি শ্যুটিংয়ের কথা মনে করে বলেন, ‘আমি সেই ব্যক্তি যে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পছন্দ করে। কিন্তু এই ছবিতে কোনও কথোপকথনের সময় আমি কারও দিকে তাকাতে পারতাম না। আমি তারিকের (সিদ্ধার্থের চরিত্র) দিকে তাকাতে পারতাম না শ্যুটিংয়ের সময়। এত ভীষণ কষ্টকর ব্যাপার ছিল। আমি তো অভিনয়টা পড়ে, শিখে আসিনি। ফলে আমাকে ওই মুহূর্তগুলোতে বেঁচে বুঝতে হয়েছে, অনুভব করতে হয়েছে। এটা আমার কাছে ভীষণই চ্যালেঞ্জিং ছিল।’
তিনি জানান অভিনয় শুরু করার আগে তাঁকে বিশেষ ট্রেনিং নিতে হয়েছিল এটা শেখার জন্য যে একজন আংশিক দৃষ্টিশক্তিহীন মানুষ কীভাবে সবটা দেখেন, তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয় ইত্যাদি। রশ্মিকা বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আমি টানা। ওয়ার্কশপ করি। শেষে এমন হয়ে গিয়েছিল যে মাথা ধরে যেত। ওঁরা আমার চোখ বেঁধে টেনিস বল ছুঁড়ে দিত। এবং আমাকে ওই শব্দ শুনে সেটাকে ধরতে হতো। ওটা ভীষণ কষ্টকর ছিল।’
মিশন মজনু ছবিটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। শান্তনু বাগচী এটার পরিচালনা করেছেন। আগামী ২০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। রশ্মিকা এবং সিদ্ধার্থ ছাড়াও এই ছবিতে কুমুদ মিশ্র, শারিব হাশমি, রজিত কাপুর, প্রমুখকে দেখা যাবে। অভিনেত্রীকে এরপর অ্যানিমেল, বড়িশু, পুষ্পা: দ্য রাইজ ছবিতে দেখা যেতে চলেছে।
For all the latest entertainment News Click Here