মির্জাপুর ৩-এর শ্যুটিং শেষ, কাদের জন্য আবেগঘন বার্তা লিখলেন ‘গুড্ডু ভাইয়া’ আলি
বিখ্যাত ওয়েব সিরিজ মির্জাপুর ৩-এর শ্যুটিং চলছিল এতদিন। ‘গুড্ডু ভাইয়া’ ওরফে আলি ফজল এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনিও এতদিন এই সিরিজের শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। শ্যুটিং শেষ হতেই একটি আবেগপ্রবণ লেখা লিখলেন অভিনেতা। তাঁর দলের জন্য কোন বার্তা লিখলেন?
অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যায় তাঁর সঙ্গে তাঁর গোটা টিম চিৎকার করছে। এই সিজনের শেষদিনের শ্যুটিং শেষ হওয়ার পর সকলকে আনন্দ করতে দেখা যায় এই ভিডিয়োতে। একই সঙ্গে অভিনেতা একটি গ্রুপ সেলফি পোস্ট করেন ইনস্টাগ্রামে।
আলি তাঁর দলের জন্য লেখেন, ‘ আমার অত্যন্ত কাছের এবং পছন্দের টিম, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসার এই কাজটির জন্য। তোমাদের সকলের কঠিন পরিশ্রম ছাড়া মির্জাপুর সম্ভব হতো না। সিজন ৩-এর সফরটা আমার জন্য বেশ অন্যরকমের ছিল আগের দুটো সিজনের তুলনায়। আসলে আমি যেটা বলতে চাই গুড্ডু পণ্ডিত এবং আমি, দুজনেই এই কাজের সময় প্রত্যেকের থেকে অনেক কিছু শিখেছি, নিজেকে গড়ে তুলেছি ধীরে ধীরে। হয়তো তোমার কেউই বুঝতে পারবে না কিন্তু এটা আমাকে অনেকটা সাহায্য করছে। সেটা কতটা আমি লিখে বোঝাতে পারব না। আমি চাই তোমরা সবাই এটা পড়ো, কারণ আমি তোমাদের সবাইকে এই পোস্টে ট্যাগ করতে পারলাম না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সরি এবার আমি সবাইকে আলাদা করে চিঠি লিখে দিতে পারলাম না। আমার সহ অভিনেতাদের জন্য- তোমরা জানো তোমরা সবার থেকে ভালো। আর আমি তোমাদের ভীষণ ভালোবাসি।’ এই পোস্টের শেষে তিনি অ্যামাজনকে ধন্যবাদ দেন। ধন্যবাদ জানান এক্সেলকেও।
এর কিছু আগে আগেই শ্বেতা ত্রিপাঠীও একটি পোস্ট করে মির্জাপুর ৩-এর শ্যুটিং শেষ হওয়ার কথা ঘোষণা করেন। তিনি সেই ভিডিয়োতে লেখেন, আমি যখন সিজন ৩-এর স্ক্রিপ্ট পড়ি তখন খালি ভাবছিলাম কবে শ্যুটিং শুরু হবে। অপেক্ষা করতে পারছিলাম না দিনটার জন্য। আর এখন দেখো শ্যুটিংটাও শেষ হয়ে গেল। আমি আর ধৈর্য ধরতে পারছি না যে তোমরা কবে এই সিরিজের তৃতীয় সিজন দেখবে সেটার জন্য।’ তিনি জানান এই সিজনের শ্যুটিংয়ের কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল।
মির্জাপুর ৩-এ আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী ছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু, বিজয় শর্মা, রসিকা দুগ্গল, প্রমুখকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
For all the latest entertainment News Click Here