মিমি থেকে কোয়েল-টোটা, ফিট থাকতে সবার ভরসা যোগা, বিশেষ দিনে কে কী বার্তা দিলেন
২১ জুন গোটা বিশ্ব জুড়ে মহাসমারোহে পালিত হল বিশ্ব যোগ দিবস। বলিউড তো বটেই টলিউডের বহু তারকারাই এই বিশেষ দিন পালন করলেন নিজেদের মতো। কেবল জিম নয়, নিজেদের ফিট রাখতে অনেকেই ভরসা করেন যোগব্যায়ামকে। আর সেই যোগার বিশেষ দিনে নিজেদের যোগাসন করার মুহূর্ত ভাগ করলেন টলি পাড়ার বহু অভিনেতারাই। কেউ কেউ বাড়িতে বসেই রোজকার মতো যোগব্যায়াম করলেন, কেউ আবার বাড়ির ছাদে গিয়ে যোগাসনে মন দেন। কেউ আবার জিমে গিয়েই কসরত করেন। বাদ দেন না যোগাও। আর সেই সব ভিডিয়ো এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তালিকায় ছিলেন টোটা রায়চৌধুরী, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, প্রমুখের মতো অভিনেতারা।
কোয়েল মল্লিক
কোয়েল মল্লিককে এদিন জিমে বসে যোগাসন করতে দেখা যায়। টলিউডের ‘মিতিন মাসি’ কিন্তু নিজেকে ফিট রাখতে যথেষ্ট কসরত করেন। বয়স যতই বাড়ুক তাঁকে দেখে বোঝা মুশকিল। সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে। আর এসবের নেপথ্যে যে যোগব্যায়ামের বড় ভূমিকা আছে সেটা বলাই বাহুল্য। সিনে দুনিয়ার এই পরিচিত মুখ তাঁর যোগাসন করার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘ফিট থাকুন, খুশি থাকুন।’ এদিন তাঁর পোস্ট করা ভিডিয়োতে তাঁকে গোলাপি রঙের একটা টপ এবং কালো প্যান্ট পরে থাকতে দেখা যায়।
টোটা রায়চৌধুরী
অন্যদিকে টোটা রায়চৌধুরী ছাদে আসন পেতে নানা ধরনের যোগাসন করে দেখব। অল ব্ল্যাক পোশাকে ধরা দিয়ে বাড়ির ছাদে যোগব্যায়াম করতে দেখা যায় তাঁকে। তিনি এদিন তাঁর ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আন্তর্জাতিক যোগ দিবস।’ তাঁকে আগামীতে করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর প্রমুখের সঙ্গে। তাঁর সঙ্গে থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।
মিমি চক্রবর্তী
মিমি বর্তমানে পাহাড়ে ঘুরতে গিয়েছেন। তিনি সেখানেও যোগব্যায়ামে মন দিয়েছেন। কালো পোশাক পরে হোমস্টের বারান্দায় বসে তাঁকে যোগাসন করতে দেখা যায়।
For all the latest entertainment News Click Here