‘মিমি’র জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতী; কমাতে হিমশিম খাচ্ছেন নায়িকা!
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৃতী শ্যানন অভিনীত ছবি ‘মিমি’। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। ছবি পরিচালনার দায়িত্বে পরিচালক লক্ষণ উতেকর।
একজন সারোগেট মায়ের ভূমিকায় মিমিতে দেখা গেছে কৃতীকে। চরিত্রে অভিনয় করার জন্য ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল নায়িকাকে। ছবি মুক্তির পর চরিত্রের জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছেন নায়িকা। এবার তাঁর অতিরিক্ত ওজন কমানোর পালা। ছবি মুক্তির পর সেই কাজে লেগে পড়েছেন নায়িকা। চরিত্রের প্রয়োজনে যে ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন, সেই অতিরিক্ত ওজন কীভাবে কমাচ্ছেন, সেই অভিজ্ঞতাও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনত্রী।
আগের চেহারায় ফিরে আসতে কঠোর পরিশ্রম করছেন কৃতী। ‘পরম সুন্দরী’ গানের অভিনেত্রী লেখেন, ‘চরিত্রের প্রয়োজনে যখন ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল, তখন সেইটা একটা চ্যালেঞ্জিং ছিল। আবার এখন চ্যালেঞ্জ হল সেই অতিরিক্ত ১৫ কেজি ওজন খুব তাড়তাড়ি কমিয়ে ফেলা। যদিও এত তাড়াতাড়ি কমিয়ে ফেলাটা মোটেই সহজ নয়। আমি আবার ফের পরম সুন্দরীর চেহারায় ফিরে আসতে চাই।’
কৃতী আরও লেখেন, ‘আমি প্রথমবার এতটা ওজন বাড়িয়েছি। শুধু তাই নয় প্রায় ৩ মাস কোনওরকম শরীরচর্চা করিনি। এমনকী যোগাসনও করিনি। তাই আমার মধ্যে শরীরচর্চার সেই কর্মক্ষমতাটাও অনেকটা কমে গিয়েছে। এর ফলে আমি যখনই ওয়ার্ক আউট করছি, আমার পেশিতে টান পড়ছে কিংবা গাঁটে ব্যথা লাগছে। কিন্তু তা বলে আমি মোটেই হাল ছাড়িনি। অতিরিক্ত ওজন কমিয়ে ফের পুরনো চেহারায় ফেরাটা এখন আমার কাছে চ্যালেঞ্জ। তাই প্রতিদিন নিয়ম করে কড়া শরীরচর্চা করছি।’
For all the latest entertainment News Click Here