মিড-উইকেট থেকে বলের পিছনে ধাওয়া করে ঋদ্ধির দর্শনীয় ক্যাচ ধরলেন জগদীশান- ভিডিয়ো
উইকেটকিপার হয়েও আউটফিল্ডে দুর্দান্ত ক্যাচ নারায়ন জগদীশানের। অন্যদিকে গুজরাট টাইটানসের বিরুদ্ধে উইকেটকিপারের গ্লাভসজোড়া হাতে তোলা রহমানউল্লাহ গুরবাজ মিস করলেন সহজ একটি ক্যাচ। রবিবার গুজরাট টাইনাসের বিরুদ্ধে কেকেআরের দুই উইকেটকিপার-ব্যাটারের ভিন্ন রূপ দেখা গেল আমদাবাদে।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার পরেই নারায়ন জগদীশান ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তোলেন। সঙ্গত কারণেই গত আইপিএল নিলামে জগদীশানকে নিয়ে আগ্রহ দেখায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। শেষমেশ কেকেআর তাঁকে ৯০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়।
আইপিএল ২০২৩-র প্রথম ২ ম্যাচে জগদীশানকে মাঠে নামায়েনি কেকেআর। অভিজ্ঞ মনদীপ সিংয়ে আস্থা রাখে তারা। তবে মনদীপ ২টি ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ। তাই গুজরাটের বিরুদ্ধে কেকেআরের তৃতীয় ম্যাচে শিকে ছেঁড়ে জগদীশানের ভাগ্যে।
মাঠে নামার সুযোগ পেলেও উইকেটকিপিং করার সুযোগ পাননি জগদীশান। নাইট রাইডার্স আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন রহমানউল্লাহ গুরবাজের হাতেই দস্তানা তুলে দেয়। যদিও জগদীশানের ফিল্ডিংয়ে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। তিনি যে আউটফিল্ডেও সমান স্বচ্ছন্দ, সেটা বুঝিয়ে দেন ঋদ্ধিমান সাহার দুর্দান্ত ক্যাচ ধরে।
মোতেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট। প্রথম ইনিংসের ৪.২ ওভারে সুনীল নারিনের বল স্লগ সুইপে লেগ সাইডে তুলে মারার চেষ্টা করেন ঋদ্ধিমান সাহা। মিড ফইকেটে ফিল্ডিং করছিলেন জগদীশান। ৩০ গজের বৃত্তের ভিতর থেকে পিছনে দিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি।
For all the latest Sports News Click Here