‘মিঠুনের সুন্দর ভার্সন এসেছে’, ছেলে নমশির প্রথম ছবি মুক্তির আগে কী বললেন বাবা
বলিউডে পা রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী। তাঁর সঙ্গী হচ্ছেন আরেক নবাগতা, নাম আমরিন। তাঁদের নতুন ব্যাড বয় ছবিটা আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। ছেলের কেরিয়ারের এই নতুন সূচনার আগে মুখ খুললেন বাবা মিঠুন। কী বললেন মহাগুরু নমশিকে নিয়ে?
সম্প্রতি মিঠুন চক্রবর্তী এই ছবির গোটা টিমের সঙ্গে ছবিটির একটি বিশেষ ঘোষণার কার্টেন রেইজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিঠুন এদিন এই ছবির বিষয়ে বলেন, ‘আশা করি আমার ছেলে এবং তার ছবি প্রযোজকের বিনিয়োগ করা অর্থ বক্স অফিসে তুলতে পারবে।’
তিনি তাঁর ছবির বিষয়েও এদিন বলতে গিয়ে বলেন, ‘আমি সদ্যই তিনটি ছবির শ্যুটিং শেষ করলাম। কিন্তু আজ যদি কেউ আমায় ডিস্কো ড্যান্সার ছবির মতো নেচে দেখাতে বলে আমি পারব না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনে এগিয়ে চলতে হয়। সেটাই উচিত। কিন্তু আমি ডিস্কো ড্যান্সারের মতো কিছু করে দেখাতে পারি। আমি আমার জীবনে অনেকটাই থিতু হয়েছি। ধীর হয়েছি। আমি আশা করব এতদিন ধরে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে আমার কাজের জন্য আমি যেন সেটার সম্মান রাখতে পারি। এখন আমি মূলত সেই ধরনের চরিত্রই করছি যাতে আমার আগ্রহ আছে। দ্য কাশ্মীর ফাইলস ছবিটি বক্স অফিসে ১০০ দিন চলছিল, আজকালকার দিনে কটা ছবি চলে?’
ডিস্কো ড্যান্সার ছবির পরিচালক তথা প্রযোজক বব্বর সুভাষ বলেন যে এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানান মিঠুন। তিনি বলেন, ‘উনি এই ছবির পরিচালনা এবং প্রযোজনা করেছেন, ফলে উনি যদি চান এই ছবির সিক্যুয়েল বানাতেই পারেন। আমার তরফে কোনও না নেই। তবে আমার মনে হয় আমি আর এটা করতে পারব না। আপাতত এই বিষয়ে কিছু বলতে চাই না।’
নিজের অভিজ্ঞতা থেকে ছেলেকেও এদিন পরামর্শ দেন তিনি। বলেন, ‘একটা সময় আমার হাতে ৬৫টা ছবি ছিল। আমি সব কটা করেছিলাম। তখন এক একজন তারকা একটি ছবি করে যা রোজকার করত আমি চারটি ছবি করে সেই টাকা পেতাম। কিন্তু তাঁদের সঙ্গে অন্যদের তেমন যোগাযোগ থাকত না। পারস্পরিক সম্পর্কে একটা গ্যাপ তৈরি হতো। আমি তাই আমার ছেলেকে বলব আগে একজন ভালো মানুষ হও। একজন নবাগত হয়ে ও আমায় যথেষ্ট মুগ্ধ করেছে। দর্শকরা হয়তো ওকে দেখে বলতে পারেন মিঠুনের ফর্সা ভার্সন এসেছে।’
For all the latest entertainment News Click Here