মিঠুনকে ‘সিনেমার জগত’ বলে সম্বোধন বিশ্বনাথের, বিশেষ কারও দিকে ইঙ্গিত করলেন নাকি?
গত কয়েকদিন ধরেই খবরে আছেন মিঠুন চক্রবর্তী। এক তো তাঁর ‘প্রজাপতি’ সিনেমাটা হইহই করে চলছে সিনেমা হলে। দেবের অনস্ক্রিন বাবা হিসেবে মিঠুনের অভিনয় মন কেড়ে নিয়েছে সকলের। তবে তৃণমূলের দেবের ছবিতে বিজেপির মিঠুনের কাজ করা নানা বিতর্কের জন্ম দিয়েছে। এই যেমন পারিবারিক ছবিটি জায়গা পায়নি নন্দনে। যাতে প্রায় সকলের মনেই ধারণা হয় সিনেমায় মিঠুনকে নেওয়াতেই সরকারের রোষে পড়তে হয়েছে দেবের ছবিকে। এই একইপ্রসঙ্গে মিঠুনের অভিনয়ের প্রশংসাও করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ‘অভিনয়ের ক্ষমতা’ নিয়েও প্রশ্ন তুলেছিল! যা নিয়ে সরব হয়েছিল টলিউডের একটা অংশ। এবার মিঠুনকে নিয়ে পোস্ট এল অভিনেতা বিশ্বনাথ বসুর পক্ষ থেকে।
বিশ্বনাথ ফেসবুকে মিঠুনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে ডিস্কো ডান্সার অভিনেতাকে জড়িয়ে ধরে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুধু এইটুকুর জন্য সিনেমা জগতকে আঁকড়ে ধরেছিলাম’। বিশ্বনাথ নিজেও কাজ করেছেন প্রজাপতিতে। সোমবারের প্রজাপতির সাক্সেস পার্টিতেই তোলা হয়েছে এই ছবিখানা।
এই পোস্টের ক্যাপশনে একজন লিখলেন, ‘অসাধারণ বললেন দাদার সম্বন্ধে। আজ থেকে আপনি আমার কাছে শ্রদ্ধার জায়গা করে নিলেন বিশ্বনাথবাবু। আপনার ও আপনার পরিবারের মঙ্গলকমানা করি।’ অপরজন লিখলেন, ‘সত্যি এক সময়ের সুপারস্টারের অভিনয় ক্ষমতা নিয়েও লোক প্রশ্ন তুলছে। সত্যি তো উনি নিজেই সিনেমার জগত।’ আরও পড়ুন: ‘এই গঙ্গারামকে দিয়ে সুপারিশ করিয়েই তো পদ্মশ্রী পেয়েছিল’, মিঠুনকে কটাক্ষ কুণালের
প্রসঙ্গত, প্রজাপতি প্রসঙ্গে তৃণূলের কুণাল বলেছিলেন, ‘দেব এই ছবিতে দারুণ কাজ করেছে। বরং মিঠুন ডুবিয়েছে। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। এই জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে ভালো হত।’ পরে এই নিয়ে মুিখ খোলেন দেব। সাফ জানিয়ে দেন, ‘অভিনয়ের ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দেওয়া হোক’। আরও পড়ুন: ‘ভয় দেখাতে চেয়েছিল’, প্রজাপতির সাফল্য পার্টিতে কুণালের নামে মিঠুন! জবাব দেবেরও
এর আগে বামমনষ্ক অভিনেত্রী মানসী সিনহা মিঠুনের হয়ে মুখ খুলেছিলেন। সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘উনি নিজের অভিনয় সংক্রান্ত অযোগ্যতা নিয়ে ওয়াকিবহাল নন। ওঁর ধারণা উনি অভিনয় বোঝেন। কিন্তু জানেন না উনি অশিক্ষিত… আমি কিন্তু অভিনয়টা নিয়ে বলেছি, অন্য কিছু নিয়ে নয়।’
তবে এসব তর্ক-বিতর্কের মাঝেও বক্স অফিসে জমিয়ে চলছে মিঠুন আর দেবের প্রজাপতি। শুধু বাংলায় নয়, গোটা দেশের সিনেমাহলে রাজত্ব করছে বাংলা সিনেমা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বব্যপী ছবিটি মুক্তি পাওয়ার কথাও আছে।
For all the latest entertainment News Click Here