‘মিঠাই’ নাকি মারা যাবে? সোশ্যাল মিডিয়ায় হল্লা জুড়েছেন সৌমিতৃষার ভক্তরা
Mithai Update: টিআরপি কমলে কী হবে, সোশ্যাল মিডিয়ায় অন্তত মিঠাই নিয়ে মাতামাতি একটুও কমেনি। এখনও সৌমিতৃষা আর আদৃতকে নিয়ে একাধিক পোস্ট করা হয়ে থাকে। আসলে ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন একটা বড় লিপ নিতে চলেছে গল্প। আর তারপর থেকেই অনেকের আশঙ্কা হয়তো বাচ্চা হতে গিয়ে বা আদিত্য আগরওয়ালের কোনও কারসাজিতে প্রাণ হারাবে মিঠাই। আর তারপর থেকেই যেন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেরই আশঙ্কা হয়তো মিঠাইকে মেরে ফেলে সেই জায়গা দেখানো হবে তার মেয়েকে। মানে মিঠাই চরিত্রটা ধারাবাহিকে না থাকলেও, সৌমিতৃষাকে আমরা দেখতে পারব একদম আলাদা একটা চরিত্রে।
এক মিঠাই-ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সকল মিঠাই প্রেমিদের পক্ষ থেকে পরিচালক আর লেখিকা ম্যামের কাছে অনুরোধ সিড-মিঠাই এর যেন কিছু না হয়। আমরা শেষ পর্যন্ত সিধাই জুটি কে দেখতে চাই। গল্পের লিপ যেন ৫ থেকে ৬ বছরের বেশি না হয়। আমরা সিধাই এর ছোট কিউট বেবি দেখতে চাই।’
আরেকজন লিখেছেন, ‘লেখিকা ম্যাম,অনুরোধ করছি আপনার আগের সিরিয়ালগুলোর মত মিঠাইয়ের দশা করবেন না। ইউনিক মিঠাই যেন ইউনিকই থাকে। হ্যাপি এন্ডিং চাই আমরা।’
এদিকে খুব জলদি ফিরছে আদিত্য আগরওয়াল। যদিও মিস্টার বাজাজ নামে। আর সেই ভূমিকায় দেখা যাবে শুভজিত বন্দ্যোপাধ্যায়কে। এর আগে রাণী রাসমণি, কী করে বলব তোমায়, কড়ি খেলা-তে কাজ করেছে। এখন জগদ্ধাত্রীতে তাঁকে দেখা যাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ অফিসারের চরিত্রে।
মিঠাই-তে এখন নতুন কী টুইস্টা আসে তাই দেখার অপেক্ষা!
For all the latest entertainment News Click Here