‘মিঠাই’ থেকে উধাও স্যান্ডি ও পিঙ্কিজি! কেন সিরিয়াল ছাড়লেন? অভিনেতা বললেন…
দু’বছরের বেশি সময় ধরে টেলি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে Zee বাংলার ‘মিঠাই’। ধারাবাহিকের মিঠাই, সিদ্ধার্থের চরিত্রগুলির পাশাপাশি দর্শকদের ভালোবাসা পেয়েছে অন্যান্য চরিত্রগুলিও। প্রতিটি চরিত্রই যেন একে অপরের পরিপূরক। তবে ‘মিঠাই’ -এর নতুন ট্র্যাক শুরু হতেই বহু চরিত্রই হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। পিপি, স্যান্ডি, পিঙ্কিজি, সমরেশ, সিদ্ধার্থের কাকাকাকিমারা আচামকাই হারিয়ে গেলেন। শোনা যাচ্ছে বহু কলাকুশলীই মিঠাই ছাড়ছেন। কিন্তু কেন?
বহুদিন হল ‘মিঠাই’-এ দেখা যাচ্ছে না স্যান্ডি ও পিঙ্কিজিকে। ধারাবাহিকে দেখানো হয়েছে পিঙ্কিজির নায়িকা হওয়ার স্বপ্নপূরণ করতে তাঁকে নিয়ে মুম্বই গিয়েছেন স্যান্ডি। তারপর থেকে আর তাঁদের দেখা যায়নি। সম্প্রতি ধারাবাহিক থেকে উধাও হয়ে যাওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন ‘স্যান্ডি’ ওরফে অভিনেতা ওমকার ভট্টাচার্য। ওমকার জানিয়েছেন, খুব শীঘ্রই কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। আপাতত তিনি ‘ফেরারি মন’-এ পার্থিব রায় বর্মনের চরিত্রে অভিনয় করছেন। ওমকার জানিয়েছেন এই ধারাবাহিকে পার্থিবর চরিত্রটি প্রথম বর্ষের ছাত্রের। যে লেখালেখি করতে ভালোবাসে। তবে পরিবার দ্বারা তুলনামূলক অবহেলিত। তাঁর মা পার্থিবর থেকে বেশি তাঁর সৎ দাদাকে ভালোবাসেন। পরিবারের অন্যান্য চরিত্রগুলি একটু নেগেটিভ ধাঁচের হলেও পার্থিব ও তাঁর বাবা পজেটিভ।
তবে ওমকার ভট্টাচার্য বলেন, তিনি ‘ফেরারি মন’ ধারাবাহিকের সেটে থাকলেও মাঝে মধ্যেই ‘মিঠাই’-এর সেটে গিয়ে সকলের সঙ্গে দেখা করে আসেন। তাই যোগাযোগ রয়েছেই।
তবে মিঠাইতে তিনি অর্থাৎ স্যান্ডি এবং পিঙ্কিজি আবারও ফিরবে কিনা তা এখনই খোলসা করতে চাননি ওমকার ভট্টাচার্য। তবে জানান আপাতত তিনি ‘ফেরারি মন’-এ রয়েছেন। এদকে ‘মিঠাই’-এর পিঙ্কিজি ওরফে অভিনেত্রী অনন্যা গুহকে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে দেখে গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে ‘মিঠাই’তে এই ‘স্যান্ডি’ ওরফে ‘সিরিয়াল দাদাবাবু’র চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্ববসু বিশ্বাস। তিনি ধারাবাহিক ছাড়লে তাঁর জায়গা নেন ওমকার। প্রথম দিকে তা নিয়ে ট্রোলও হতে হয়েছিল তাঁকে। তবে ধীরে ধীরে দর্শকরা তাঁকে আপন করে নেন। এখন এবার সেই ওমকার ভট্টাচার্যকে দেখতে না পেয়ে মন খারাপ দর্শকদের।
For all the latest entertainment News Click Here