মিঠাই-তোর্সার বিবাদ তুঙ্গে! ধারাবাহিকের নতুন পর্বে কী ঘটবে জেনে নিন
কঠিন লড়াই লড়ছে মিঠাই এবং তার পরিবার। ‘মনোহরা’ ফিরে পাওয়ার লড়াই। পরাজয় স্বীকার করতে নারাজ তারা।
মিঠাইয়ের আশঙ্কাই ঠিক। প্রমীলার সাহার পাঠানো লোক কল মিস্ত্রির ছদ্মবেশে ‘মনোহরা’য় সোনা লুকিয়ে রেখে গিয়েছিল। এ বার তাকেই গণেশ পুজোয় দেখতে পেয়ে তার পিছু নেয় সিদ্ধার্থ। কিন্তু শেষমেশ তাকে খুঁজে বার করা যায়নি। সিডের চোখে ধুলো দিতে সফল হয় সে।
মনোবল হারাতে নারাজ মোদক পরিবার। এত সমস্যার মধ্যেও মিলেমিশে রয়েছে তারা। সাময়িক একটি বাসস্থানও খোঁজা হয়েছে। নতুন বাড়িকে সাজিয়ে তুলেছে মিঠাই এবং তার হল্লা পার্টি। আর সেখানেই আচমকা প্রমীলার আবির্ভাব। ফের নিজের কার্যসিদ্ধির চেষ্টা করে সে। প্রচ্ছন্ন হুমকি দেয় মোদক পরিবারকে। বহুতল তৈরির জন্য ‘মনোহরা’ বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়। কিন্তু প্রমীলাকে ফিরিয়ে দেয় মিঠাই। বুঝিয়ে দেয়, তারা দমে যায়নি।
ধুমধাম করে গণেশ পুজো করার সিদ্ধান্ত নেয় মিঠাই। সেই পুজোতেই আমন্ত্রিত প্রমীলা সাহা। পুজো মণ্ডপেই সেই কল মিস্ত্রিকে দেখতে পায় সিদ্ধার্থ। তাকে ধরতে ব্যর্থ হয়ে রুদ্রর সাহায্য চায়।
(আরও পড়ুন: ‘মনোহরা’ ফিরে পেতে এ কী করল মিঠাই! ধারাবাহিকের নয়া পর্বে বড় চমক)
দীর্ঘ সময় ধরে সিদ্ধার্থকে দেখতে না পেয়ে চিন্তিত মিঠাই। স্ত্রীর সঙ্গে খুনসুটি করে তার মান ভাঙানোর চেষ্টা করেছে সিড। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। হল্লা পার্টির আসরে আচমকাই হাজির তোর্সা। প্রমীলার হয়ে কথা বলতে গিয়ে অপমানিত হয় সে।
(আরও পড়ুন: বিপদে পড়তেই বদলে গেল সিদ্ধার্থ? ‘মিঠাই’-এর নয়া পর্ব দেখে অবাক হতে পারেন)
তদন্তের কারণে মোদক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সিদ্ধার্থের বোনেদের গয়না পরে সাজতে হয় মিঠাইকে। আর তাই দেখেই মন খারাপ সিডের। মিথ্যা অভিযোগের জেরে এই শাস্তি কিছুতেই মেনে নিতে পারছে না সে।
সিদ্ধার্থ-মিঠাই কি পারবে প্রমীলাকে হারিয়ে ‘মনোহরা’য় ফিরে যেতে? সামনে আসবে আদিত্যর আসল চেহারা? এখন সেটাই দেখার।
For all the latest entertainment News Click Here