মা হলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী ঈশিতা, বাবা হলেন বৎসল! ছেলে হল না মেয়ে?
১৯ জুলাই সন্তানের জন্ম দিলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী ঈশিতা দত্ত ও বৎশল শেঠ। তাঁদের মেটারনিটি ফোটোশ্যুট, রিলস নিয়ে চর্চা চলছিল বহুদিন ধরেই। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এই জুটি। কবে আসবে খুদে সন্তান, তারই অধীরে অপেক্ষা চলছিল যেন। অবশেষে মিলল খুশির খবর।
‘দৃশ্যম’ ছবির দুটো পার্টেই দেখা গিয়েছে ঈশিতাকে। তিনি অজয় দেবনের মেয়ের চরিত্রে ছিলেন সেখানে। জামশেদপুরের এক বাঙালি পরিবারে জন্ম ঈশিতার। আরেক পরিচয় বলিউডের একসময়ের সাড়া ফেলা হট নায়িকা তনুশ্রী দত্তের বোন।
‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই শুরু হয়েছিল ঈশিতা আর বৎসলের প্রেম। তবে সেই সময় তাঁরা কেউই সেই খবর সামনে আনেননি। শোনা যায়, বারণ ছিল প্রযোজকের। কেরিয়ারের ক্ষতি হতে পারে ভেবে চুপ ছিলেন দুজনেই। ২০১৭ সালে মুম্বইয়ে জুহুর ইস্কনের মন্দিরে চারহাত এক করেন ঈশিতা-বৎসল। খুব কাছের কিছু আত্মীয়, বন্ধু, নিয়ে হয়েছিল বিয়েটা। তবে আসতে পারেননি দিদি তনুশ্রী। যিনি পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভিসার সমস্যার কারণেই তাঁর আসা সম্ভব হয়ে ওঠেনি।
গত মার্চ মাসে প্রথম একটি ছবি পোস্ট করে ঈশিতা এবং বৎসল জানান যে তাঁরা বাবা মা হতে চলেছেন। তারপর থেকে প্রেগন্যান্সি নিয়ে নানা আপডেট শেয়ার করে চলছিলেন হবু মা-বাবা। আবশেষে খুশির খবর এল জুলাই মাসের ১৯ তারিখ বুধবার। একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন ঈশিতা। মা-ছেলে দুজনেই ভালো আছে।
‘চণকয়ুদু’ নামের একটি তেলুগু ছবিতে প্রথম কাজ করেন ইশিতা ২০১২ সালে। ২০১৫ সালে ‘দৃশ্যম’ ছবির প্রথম পর্ব ঈশিতাকে দেয় পরিচিতি। এরপর যখন বড় পর্দার কেরিয়ার জমল না তখন চলে যান ছোট পর্দায়। তাঁকে দেখা যায় ‘এক ঘর বনাউঙ্গা’, ‘কৌন হে- এক নয়া অধ্যায়’-এর মতো হিন্দি ধারাবাহিকে। তবে খ্যাতি এনে দেয় ‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’ নামের ধারাবাহিকটি, যা এসেছিল ২০১৬ সালে। অভিনেত্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছিল দৃশ্যম ২ ছবিতে।
আর বৎসল শেঠের প্রথম কাজ ছোট পর্দাতেই। তাঁকে দেখা যায় ‘জাস্ট মহাব্বত’ নামে একটি ধারাবাহিকে। তবে কেরিয়ারের মাইলস্টোন ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ ছবিখানা, যা এসেছিল ২০০৪ সালে। এরপর ‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’ ধারাবাহিকেও তাঁর চরিত্রটি মনে ধরেছিল দর্শকের। তবে সেভাবে আর তারপর লোকমনে দাগ কাটতে পারেননি। বৎসলকে শেষ দেখা গিয়েছে ইন্দ্রজিতের চরিত্রে আদিপুরুষে। যদিও সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এই তারকা।
For all the latest entertainment News Click Here