মা হতে আর বেশি দেরি নেই! কীভাবে কাটছে জীবন? ছবি দিয়ে জানালেন ইলিয়ানা
মা হওয়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। অন্তঃসত্ত্বা অবস্থার প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন এই বলি সুন্দরী।
এই প্রথমবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন ইলিয়ানা। ছবিতে স্পষ্ট ইলিয়ানার স্ফীতোদর। ক্যাপশনে লিখেছেন, ‘লাইফ লেটলি’। যেদিন সন্তান আসার খবর সকলকে দিয়েছিলেন, সেদিনই জানিয়েছিলেন নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন তিনি। ‘বরফি’ খ্যাত অভিনেত্রীর এই ইনস্টা স্টোরি ভিডিয়োতে দেখা গিয়েছে, হাঁটু ঝুলের একটি গাউন পরে খাটে শুয়ে রয়েছেন তিনি। হাতে চায়ের কাপ। বিছানার উপর তাঁর পোষ্য বিড়াল ঘুমোচ্ছে। গত বছর ডিসেম্বরে আইভিএফ সেন্টারের বাইরে দেখা গিয়েছিল ইলিয়ানাকে।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান এই সুন্দরী। প্রথমটিতে ছিল সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘Mama’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা। ছবির বিবরণীতে লেখেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’।
দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার প্রেম জীবন নিয়ে নতুন জল্পনা উস্কায়।
জানা গিয়েছে, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।
একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন ইলিয়ানা। রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে। এরপর দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার।
For all the latest entertainment News Click Here