মা হচ্ছে বিধবা বেণী বৌদি! সন্তানের বাবা কি শুভ্র? ‘সোহাগ জল’ দেখে ক্ষুব্ধ দর্শক
‘সোহাগ জল’ ধারাবাহিকের শুরুতেই শুভ্রর প্রতি তাঁর বিধবা বেণীর (সুদীপ্তা বন্দ্যোপায়ধ্যায়) টান চোখে পড়েছিল সবার, সেইসময় এই সিরিয়ালকে ‘পরকীয়ার জল’ বলে কটাক্ষ করা হলে নায়কের সাফাই ছিল ‘বেণী বৌদির ভালোবাসা কিন্তু এক তরফা’। কিন্তু আচমকাই বোমা ফাটল সিরিয়ালের নতুন ট্র্যাকে। মা হতে চলেছে শুভ্রর (হানি বাফনা) বিধবা বেণী বৌদি!
দর্শক আগেই দেখেছেন শুভ্র ঠাকুরপোর প্রতি বেণী বৌদির দুর্বলতার কথা। তাই তো রাতবিরেতে আড্ডা মারতে চলে আসে শুভ্রর ঘরে আবার কখনও জুঁইয়ের (শ্বেতা ভট্টাচার্য) অপছন্দ জেনেও লুকিয়ে সিগারেটের প্যাকেট এগিয়ে দেয় ঠাকুরপোর সামনে। ইনিয়ে-বিনিয়ে জাহির করার চেষ্টা করে সে জীবনে কতটা একা। তবে শুভ্র কোনওদিনই বেণীর এইসব আচরণকে খুব বেশি পাত্তা দেয়নি। বিয়ের পর জুঁইকে মেনে নিতে না পারলেও বেণীর প্রতি মোটেই দুর্বল নয় শুভ্র। ধীরে ধীরে যখন মূল গল্পের দিকে ফিরছিল ‘সোহাগ জল’, তখনই কাহিনিতে এই বিরাট টুইসস্ট।
দাদা জয়শঙ্করের সত্যিটা সামনে আনার পর শুভ্রকে দেওয়া কথা অনুয়ায়ী ডিভোর্স পেপারে সই করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে জুঁই। এই ক’দিনে পরস্পরকে ভালোবেসে ফেললেও মনের কথা মুখে আনতে পারছে না। এমন প্রোমোও সামনে এসেছে, কিন্তু বেণী বৌদি প্রেগন্যান্সি নিউজে জেরবার ভক্তরা।
এখন প্রশ্ন হল বেণীর সন্তানের বাবা কে? সেই রহস্যও ভেদ হয়েছে। বেণীর গর্ভে সৌম্যর (ইন্দ্রজিৎ মজুমদার) সন্তান। হ্যাঁ, শুভ্রর জেঠতুতো দাদার সঙ্গে পরকীয়ায় লিপ্ত তাঁর বিধবা বৌদি।
বিধবা বেণীর প্রেগন্যান্ট হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের রোষের মুখে ‘সোহাগ জল’। অনেকে তো ট্রোল করাও শুরু করেছেন। একজন নেটিজেন লেখেন, ‘দেখুন দুপুর ঠাকুরপো। সোম থেকে রবি রাত ৯ টা। জি বাংলা’। হ্যাশট্যাগ বেণী বৌদি’। বহু নেটিজেনের কথায়, এটি নিম্নরুচির ট্র্যাক। এবং রাত ৯টার স্লটে এই ধরণের সিরিয়াল দেওয়াটা অযৌক্তিক। অপর একজন লেখেন, ‘নোংরামির সীমা পার করে ফেলেছে সোহাগ জল। সত্যি এর নাম পালটে পরকীয়ার জলই রাখুক’। মজা করে এক নেটিজেন লেখেন, ‘আমি আর হাসতে পারছি না ভাই। সোহাগ জলে বেণী বৌদির পেটে বাচ্চা আর সেই বাচ্চার বাবা হচ্ছে শুভ্রর আরেক ভাই। ওই ভাইয়ের বউ যখন বাপের বাড়ি যেত তখন নাকি সে বেণী বৌদির ঘরে যেত মাঝরাতে আর বেণী বৌদি ও দরজা খুলে অপেক্ষা করত। নোংরামির সীমা পার করে ফেলেছে এই পরকীয়ার জল।’
বেণীর প্রেগন্যান্সির খবর জানাজানি হলে কী ঘটবে? জুঁই কি তাঁর সইয়ের পাশে দাঁড়াবে? আগামিতে ‘সোহাগ জল’-এর পর্ব যে জমে উঠবে তা বলাই বাহুল্য।
For all the latest entertainment News Click Here