মা হচ্ছেন নাওমি ওসাকা, টেনিস থেকে এক বছরের বিরতি
বিশ্বের অন্যতম সেরা মহিলা টেনিস তারকা। তাঁর ঝুলিতে রয়েছে চারটি গ্র্যান্ডস্লাম। এবার একদম অন্যরকম অভিজ্ঞতার স্বাদ পেতে চলেছেন জাপানি সুন্দরী তারকা নাওমি ওসাকা। মা হতে চলেছেন তিনি। এমনটাই জানিয়েছেন ওসাকা।
বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়া ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি। অস্ট্রেলিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করার পর জানিয়েছেন প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। ২৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড় নিজের আলট্রাসনোগ্রাফির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন , ‘টেনিস কোর্টে ফিরে আসার জন্য আর অপেক্ষা করতে পারছি না। কিন্তু এখানে যে নতুন প্রাণের আভাস রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি ভবিষ্যতে অনেক কিছু আমার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু এখন আমি যার অপেক্ষা করছি সেটি হল আমার প্রথম সন্তান। কয়েক দিন আগেই এই আনন্দ সংবাদটা আমি পেয়েছি। এটা একটা অন্য ধরনের অনন্দ। ভবিষ্যতে যখন আমি কোনও ম্যাচ খেলব তখন সে কাউকে দেখিয়ে বলবে দেখো ওটা আমার মা।’
গত বছর অস্ট্রেলিয়া ওপেন খেলতে নামার আগে নতুন পালক জুড়ে ছিল তাঁর মুকুটে। ফোবর্সের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি মহিলা অ্যাথলিটদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন এই সুন্দরী টেনিস তারকা। পুরস্কার মূল্য ও বিজ্ঞাপন বাবদ ওসাকার আয় ছিল প্রায় ৫৭.৩ মিলিয়ন। প্রায় ১০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ওসাকা।
এর আগে মেলবোর্ন গ্র্যান্ডস্লাম থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার জল্পনা দেখা দিয়েছিল। তখন নাওমি সবিস্তর বর্ণনা করে বলেছিলেন, নাম প্রত্যাহার করছেন না তিনি। সঙ্গে এখানেই দুইবার খেতাব জিতেছেন। তবে তিনি বুধবার টুইট করে জানিয়েছেন এবছর অস্ট্রেলিয়া ওপেনে থাকছেন না তিনি। ২০২৪ সালে অবশ্যই তাকে দেখা যাবে। তিনি বলেন, ‘২০২৩ সাল আমার জন্য অনেক শিক্ষনীয় হবে। আমি আশা করি পরের বছরের শুরুতে আমি আবার কোর্টে ফিরব এবং সবার সঙ্গে দেখা করতে পারব। আপাতত কয়েক মাসের বিশ্রাম। এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাই। এক অন্য অভিজ্ঞতার সঞ্চার করতে চাই। তবে কোর্টে ফেরার জন্য আমি মুখিয়ে আছি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here