‘মা তোমার শাড়ি, গয়না আমিই পড়ব’, ক্যান্সার আক্রান্ত কিরণ খেরকে কথা দিলেন সিকন্দর!
মাঝেমধ্যেই ইনস্টাগ্রাম লাইভে আসেন বলি-অভিনেতা সিকন্দর খের। বাবা অনুপম খেরের সঙ্গে তাঁর খুনসুটি যারপরনাই উপভোগ করেন দর্শকরা। কখনও যখনও দেখা যায় অভিনেতার মা তোরাহ বর্ষীয়ান বলি-অভিনেত্রী কিরণ খেরকেও। গত বৃহস্পতিবার রাতে ফের একবার লাইভ হাজির হয়েছিলেন সিকন্দর। এবারে সঙ্গে ছিলেন তাঁর মা। ভিডিওতে গল্প আড্ডা দেওয়ার ফাঁকে আক্ষেপের সুরে কিরণ জানান যে তাঁর ঘরভর্তি শাড়ি, গয়নাগুলো যে কাকে তিনি দেবেন তা ভেবে বড্ড কষ্ট হয় তাঁর। একজন পুত্রবধূ থাকলে তাও না হয় দেওয়া যেত। কিন্তু ছেলে সিকন্দর তো এখনও পর্যন্ত বিয়েই করেনি। প্রসঙ্গত, গত কয়েক মাস আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। যদিও কিছুদিন আগে তিনি জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। ধীরে ধীরে ভালোর দিকেই এগোচ্ছেন।
এসব শুনে কী আর চুপ করে বসে থাকার ছেলে সিকন্দর? লাইভেই হাসতে হাসতে মায়ের উদ্দেশে তিনি বলে ওঠেন যে সত্যিই এই ব্যাপারটা তাঁর কাছেও অত্যন্ত দুঃখের। তাঁর কোনও বোনও নেই যে মায়ের শাড়ি গয়নাগাঁটিগুলো পরতে পারবে। যা শুনে ছদ্ম আক্ষেপের সুরে কিরণ খের ফের বলেন,’ একদমই তাই। মাঝেমধ্যেই ভাবি যে তুই একটা বিয়ে করলে আমার এই চিন্তার সমাধান হয়। কিন্তু তুই তো সেটাও করছিস না! তাই বড্ড চিন্তা হয় যে নিজের এত জিনিস কাকে দিয়ে যাবো?’ মায়ের প্রশ্ন শেষ হতে না হতেই মুশকিল আসন-এর জায়গা নেয় সিকন্দর। ছেলের মুখে এই সমস্যার এমন চটজলদি সমাধান শুনে বিস্ময়ে হাঁ হয়ে যান কিরণ।সিকন্দরের সেই জবাব শুনে মজা পেয়েছে দর্শকের দলও। তা কী বলেছেন ‘কিরণ-পুত্র’?
সিকন্দরের জবাব ছিল, ‘ মা তুমি ভেবো না। তোমার এই শাড়ি, গয়নাগাঁটি না হয় আমিই পরে নেব। তোমার দিব্যি কেটে বলছি।’ নিজের বক্তব্যকে আরও শক্তপোক্ত করে তুলতে সিকন্দর নিজের ওই লাইভ ভিউদিওতেই কথা দেন যে নিজের আগামী ইনস্টাগ্রাম লাইভে মায়ের শাড়ি পরে হাজির হবেন তিনি। হাসতে হাসতে ছেলের প্রতি মায়ের পাল্টা জবাব, ‘সেই…একবার নিজের মুখটা দেখেছিস ?’ তবে সিকন্দরের এই কান্ডকারখানাগুলো যে তাঁর বেশ পছন্দ কারণ এই ফাঁকেইছেলের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। ওই ভিডিওতেই কিরণের দাবি সারাদিন খুব কষ্ট করে হয়তো ছেলের দেখা পান। একমাত্র এই লাইভ সেশন করার তাগিদে মায়ের কাছে আসেন সিকন্দর।
For all the latest entertainment News Click Here