মায়ের স্টারডমের ধারেকাছেও কেউ আসতে পারবে না, বড় দাবি শ্রীদেবী কন্যা জাহ্নবীর
কেরিয়ার শুরুর আগেই মাকে হারিয়েছেন জাহ্নবী কাপুর। বড় মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখে যাওয়ার সুযোগ পান নি শ্রীদেবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা-কে নিয়ে কথা বলতে শোনা গেল এই তারকা-কন্যাকে। জাহ্নবীর কথায়, শ্রীদেবীর অতুলনীয় সাফল্য একটা ব্যতিক্রম। জানিয়েছেন তিনি তাঁর মায়ের সাফল্য আরও বেশি করে বুঝতে পেরেছেন যখন থেকে তিনি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশা শুরু করেছেন।
বনি কাপুর আর শ্রীদেবীর প্রথম সন্তান জাহ্নবী। ১৯৬৭ সালে একজন শিশু-অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন প্রয়াত অভিনেত্রী। এরপর ১৯৭২ সালে রানি মেরা নাম দিয়ে ডেবিউ। ১৯৭৫ সালের সিনেমা জুলি আর ১৯৭৯ সালের সোলা সাওয়ান তাঁকে এনে দিয়েছিল অপার সাফল্য। হিম্মতওয়ালা, তোফা, মিস্টার ইন্ডিয়া, চান্দনী, নাগিন, সাদমা, খুদা গওয়ার মতো একের পর এক হিট উপহার দিয়েছেন ভারতীয় সিনেমাকে। ১৯৯৭ সালে জুদাইতে কাজ করার পর আর মাতৃত্বের জন্য নিয়েছিলেন বড় বিরতি। ২০১২ সালে কামব্যাক করেছিলেন শ্রীদেবী ইংলিশ ভিংলিশ দিয়ে।
GoodTimes-কে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবীকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না কেউ আমার মায়ের স্টারডমের ধারেকাছেও আসতে পারে। ও যখন শ্যুট করছিল, যখন কেরিয়ারের পিকে ছিল, তখন আমি সঙ্গে ছিলাম না। ওঁ যখন সিনেমা থেকে ব্রেক নিয়েছে তখন আমার জন্ম। তবে অবশ্যই আমি তার একটা ধারণা তৈরি করতে পেরেছি। এখনও মানুষ ওঁর ব্যাপারে কথা বলেন আবেগের সঙ্গে, ওঁর সিনেমার নাম নিতে গিয়ে তাঁদের গলায় উৎসাহ ঝরে পড়ে, সেটে ওঁ যেরকম মানুষ ছিলেন, তাঁর অবদান… আমি মনে করি এটা বিরল এবং দু’বার ঘটবে না। যা একবারই হওয়া সম্ভব।’
২০১৮ সালে দুবাইয়ের হোটেলে জলে ডুবে মারা যান শ্রীদেবী। তাঁর শেষ ছবি মম-ও খুব সাফল্য পেয়েছিল। প্রসঙ্গত, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি খুব জলদি পা রাখতে চলেছেন বলিউডে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে। সঙ্গে থাকবেন অমিতাভের নাতনি অগস্ত্য নন্দা আর শাহরুখ কন্যা-সুহানা খান।
For all the latest entertainment News Click Here