মাসের সেরার পুরস্কারেও ভারত-পাক লড়াই, রিজওয়ানকে টক্কর দেবেন ভারতীয় অল-রাউন্ডার
ক’দিন পরেই আইসিসি টি-২০ বিশ্বকাপের আসরে দেখা যাবে ভারত-পাক লড়াই। তবে তার আগে প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের লড়াইয়েও দেখা যেতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই তারকার ডুয়েল।
সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত তিন তারকার নাম প্রকাশ করেছে আইসিসি। শেষমেশ কার হাতে উঠবে সেই খেতাব, তা বলা মুশকিল। কেননা, তিন ক্রিকেটারই গত মাসে অবিশ্বাস্য পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। এবার প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের অক্ষর প্যাটেল, পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।
অক্ষর প্যাটেল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্যাটসম্যানদের রামরাজত্বের মাঝেও একতরফা দাপট দেখিয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। সিরিজের হাই-স্কোরিং প্রথম ম্যাচে অক্ষর চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-২০ ম্যাচে অক্ষর ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট তোলেন। সিরিজের শেষ টি-২০ ম্যাচে প্যাটেল ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। মোট ৮টি উইকেট নিয়ে অক্ষর সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। পরে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিনি ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট তোলেন।
আরও পড়ুন:- IND vs SA: ঘরের মাঠে একরাশ লজ্জা! সিরিজ হারলেও ইন্দোরে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এক রেকর্ড গড়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা
মহম্মদ রিজওয়ান: অন্যদিকে মহম্মদ রিজওয়ান গত মাসে ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ৭টি হাফ-সেঞ্চুরি করেন। পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলতে ব্যাট হাতে মুখ্য ভূমিকা নেন রিজওয়ান। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও ব্যাট হাতে ছন্দে ছিলেন রিজওয়ান।
ক্যামেরন গ্রিন: অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের একটি ম্যাচে অপরাজিত ৮৯ রান করেন। অপর ম্যাচে ঝড়ের গতিতে ২৫ রান করার পাশাপাশি ২টি উইকেট নেন। পরে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের ২টি ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন তিনি।
আরও পড়ুন:- FIFA U-17 Women’s World Cup: বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ভারত, দেখে নিন কারা সুযোগ পেলেন
মেয়েদের বিভাগে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই ভারতীয় তারকা। ক্যাপ্টেন হরমনপ্রীতের লড়াই এক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনার সঙ্গে। তাঁদের টক্কর দেবেন বাংলাদেশের নিগার সুলতানা।
For all the latest Sports News Click Here