মাসের পর মাস অনুশীলনেই রপ্ত হয়েছিল সুইচ হিট জানালেন কেভিন পিটারসেন
শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকাতে জন্ম হলেও সিনিয়র লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটটা তিনি খেলেছেন ইংল্যান্ড দলের হয়ে। শুধু ক্রিকেটটা খেলাই নয় টিম ইংল্যান্ডকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। টি-২০ বিশ্বকাপ হোক বা অ্যাসেজ দলের জয়েতে সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডানহাতি আক্রমণাত্মক মিডল অর্ডার ব্যাটার কেভিন পিটারসেন। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। ক্রিকেটের আঙিনায় নিজের আলাদা পরিচিতি পিটারসেন বানিয়েছিলেন তার ট্রেডমার্ক সুইচ হিট খেলে। এবার সেই শটের নেপথ্য কাহিনি সকলের সামনে আনলেন কেপি। জানালেন মাসের পর মাস তাকে অনুশীলন করতে হয়েছে এই শটটি আয়ত্তে আনতে।
ক্রিকেট বিশ্বে কেপিই প্রথম যিনি তার স্ট্যান্স বদল করে বোলারদের বিরুদ্ধে সুইচ হিট খেলা শুরু করেন। এতটাই জনপ্রিয়তা পেয়েছিল এই শট যে পেপসি ২০১১ সালের বিশ্বকাপে গোটা একটা অ্যাড বানিয়েছিল এই শটকে উৎসর্গ করে। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যেকার শেষ টেস্টে এজবাস্টনে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন কেপি। সেখানেই দীর্ঘক্ষণ তিনি তার সুইচ হিটের নেপথ্য কাহিনি।
স্কাই স্পোর্টসের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেছে কেপি, নাসের হুসেন এবং রবি শাস্ত্রী ক্রিকেট নিয়ে আলোচনা করছেন। সেখানেই হুসেনের অনুরোধে পরপর তিনটি সুইচ হিট মারেন কেপি। সেখানেই কেপিতে এই শটটি সম্বন্ধে বলতে শোনা যায় ‘মাসের পর মাস আমি এটা (শটটা) অনুশীলন করেছি। আমার তখন ১৬ কি ১৭ হবে, কঠোর অনুশীলন করতাম এই শটটার পিছনে। আমি একহাতে এই শটটা মারার অনুশীলন ও করতাম। ‘উল্লেখ্য ২০০৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক টেস্টে বিশ্ব প্রথম চাক্ষুষ করেছিল কেপির সুইচ হিট। ২০০৮ সালে এক ওয়ানডেতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিশের বিরুদ্ধে তিনি ফের এই শট খেলার পর থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এই শট।
For all the latest Sports News Click Here