মাসখানেক আগে এনগেজমেন্ট ভেঙেছিল বৈশালীর, ব্যর্থ প্রেমই রহস্য মৃত্যুর কারণ নয় তো?
রবিবার হিন্দি টিভি অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইন্দোরে। নিজের বাড়িতেই পাওয়া যায় তাঁকে। শ্বশুরাল সিমর কা, ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়,ইয়ে হ্যায় আশিকি-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন। মাত্র ৩০ বছর বয়সেই পেয়েছিলেন খ্যাতি। ফলত প্রশ্ন হচ্ছে, হঠাৎ কী হল। এদিকে বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটা সুইসাইড নোট। তবে এভাবে যে বৈশালী আত্মহত্যা করে নিতে পারে তা বিশ্বাসই হচ্ছে না সহকর্মী-বন্ধু-পরিবারের।
২০২১ সালের এপ্রিল মাসে রোকার ভিডিয়ো শেয়ার করেছিলেন বৈশালী। কেনিয়া-নিবাসী দাঁতের ডাক্তার অভিনন্দন সিং হুন্ডলের সঙ্গে হয়েছিল রোকা। বিয়ে হওয়ার কথা ছিল সে বছরেরই জুন মাসে। তবে বিয়ের ঠিক আগে তা ক্যানসেল করে দেন বৈশালী আর অভিনন্দন। রোকার ভিডিয়োটাও মুছে দিয়েছিলেন তিনি।
পরে Etimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে বৈশালী জানিয়েছিলেন যে করোনার মহামারীর মধ্যে তিনি আর অভিনন্দন বিয়ে করতে চাননি। যখন তাঁর দেশবাসী এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এত ধুমধাম করতে মন চায়নি তাঁর। তবে ক্যানসেল করে দেওয়া বিয়েটা কবে হবে তা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি।
আপাতত বৈশালীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইন্দোরের তেজাজি নগর থানার পুলিশ। সুইসাইড নোটে কী লেখা ছিল তা এখনও পুলিশের পক্ষ থেকে সামনে আনা হয়নি। ১৯৯২ সালের ১৫ জুলাই জন্ম হয় বৈশালীর মহারাষ্ট্রে। প্রেমের কারণেই এই সিদ্ধান্ত হতে পারে এই সিদ্ধান্ত উড়িয়ে দিচ্ছে না বলেই সূত্র মারফত খবর মিলছে। এখন দেখার পরবর্তী মোড় কী হয়!
For all the latest entertainment News Click Here