মাল্টিপ্লেক্সে দু-সপ্তাহে ১ কোটিও পার করতে পারল না! জিৎ বলছেন ‘চেঙ্গিজ’ সুপারহিট
‘চেঙ্গিজ’ সুপারহিট। চলতি সপ্তাহের গোড়ার দিকেই জোর গলায় একথা ঘোষণা করেছেন জিৎ। অথচ ‘চেঙ্গিজ’-এর আয় নিয়ে ধোঁয়াশা কাটছে না। ছবিকে সুপারহিট বললেও আয়ের অঙ্ক প্রকাশ্যে আনেননি ‘টলিউডের বস’। কেন কী নিয়ে এত লুকোচুরি? সেই উত্তর জিতই দিতে পারবেন। ‘চেঙ্গিজ’-এর হাত ধরে বাংলার সিঙ্গল স্ক্রিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তবে মাল্টিপ্লেক্সে ধুঁকছে এই ছবি।
‘চেঙ্গিজ’-এর দ্বিতীয় সপ্তাহের ন্যাশন্যালপ্লেক্সের রিপোর্ট কার্ড সামনে আসতেই ধরা পড়ল সেই বিস্ফোরক ছবি! পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে জাতীয় স্তরেও মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। হিন্দি বলয়ে এত প্রচারের পর প্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছিল তা বিতর্কের বিষয়, তবে বাংলাতে এই ছবির ফলাফল দুর্দান্ত এমনটা বলা যাচ্ছে না। আইনক্স, পিভিআর এবং সিনেপলিস-এর মতো জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেন থেকে পশ্চিমবঙ্গে এই ছবির ব্যবসা দ্বিতীয় সপ্তাহে মাত্র ১৬ লক্ষ টাকা, বাংলার বাইরে থেকে এসেছে ২ লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাত্র ১৮ লক্ষ টাকা। টলিবাংলা বক্স অফিসের তরফে টুইট বার্তায় জানানো হয়, প্রথম সপ্তাহে এই টাকার অঙ্ক ছিল ৭৪ লক্ষ টাকা। দু-সপ্তাহ মিলিয়ে ন্যাশন্যাল-মাল্টিপ্লেক্সে চেঙ্গিজের কালেকশন এক কোটিও (৯২ লক্ষ) পার করেনি। সুতরাং বোঝাই যাচ্ছে সিঙ্গল স্ক্রিনে রমরমা (প্রযোজকের দাবি) থাকলেও মাল্টিপ্লেক্সের হিসাব-নিকাশে দেবের প্রজাপতি তো দূর অস্ত, ‘একেন বাবু’র কাছেও পরাজিত জিৎ। দু-সপ্তাহে ‘একেন বাবু: রুদ্ধশ্বাস রাজস্থান’-এর মাল্টিপ্লেক্স থেকে কামাই ছিল ১.১৩ কোটি টাকা, তিন নম্বর সপ্তাহ মিলিয়ে তা দাঁড়িয়েছে ১.৩৫ কোটিতে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, বক্স অফিসে ১০ কোটির বেশি আয় করা দেবের ‘প্রজাপতি’ এখনও পর্যন্ত ন্যাশান্যাল প্লেক্স থেকে ৪ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছে।
গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় চেঙ্গিজকে ‘সুপারহিট’ তকমা দেন জিৎ।অভিনেতা লেখেন, ‘আমাকে পছন্দ করুন বা ঘৃণা, দুটোই আমার পক্ষে। যদি তুমি আমাকে পছন্দ কর আমি তোমার হৃদয় আর যদি তুমি আমাকে ঘৃণা কর তাহলে আমি তোমার মনে রয়েছি’। জিতের দাবি এটি নাকি স্বামী বিবেকানন্দের বাণী। এই উদ্ধৃতির পর জিৎ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেঙ্গিজ সুপারহিট, আপনাদের সকলকে ধন্যবাদ’।
sacnilk.com-এর রিপোর্টে দাবি করা হয়েছে ‘চেঙ্গিজ’-এর বাংলা ভার্সনের দু-সপ্তাহের কালেকশন ৩.৩১ কোটি টাকা। আর হিন্দিতে এই ছবি আয় করেছে ১.৩৪ লক্ষ টাকা, অর্থাৎ সব মিলিয়ে মোট ৪.৬৫ কোটির ব্যবসা হাঁকিয়েছে জিতের ‘চেঙ্গিজ’।
For all the latest entertainment News Click Here