মালাইকা ২.০! শাহরুখ কন্যা সুহানার হাঁটার ছিরি দেখে তুমুল কটাক্ষ, ভাইরাল ভিডিয়ো
হাঁটা-চলা থেকে পোশাক কিংবা হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে প্রেম- সব নিয়েই নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন মালাইকা আরোরা। এবার ‘ছাঁইয়া ছুঁইয়া’ গার্লের সঙ্গে তুলনা টানা হল শাহরুখ কন্যার। ছোট থেকেই লাইমলাইটে সুহানা খান। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির সঙ্গেই বলিউডে আত্মপ্রকাশ করবেন এই তারকা কন্যা।
নেটফ্লিক্সের এই ছবির শ্যুটিং শেষ হয়েছে আগেই, মঙ্গলবার মুম্বইয়ে ‘দ্য আর্চিস’-এর ব়্যাপ আপ পার্টির আয়োজন করেছিলেন পরিচালক-প্রযোজক। সেখানেই হাজির হয়েছিলেন সুহানা। শ্যুটিং শেষের উদযাপন বলে কথা, কেরিয়ারের প্রথম ছবির ব়্যাপ আপ পার্টি- এদিন আঁটসাঁট লাল গাউনে হাজির হয়েছিলেন সুহানা, সঙ্গে হাই-হিলস। গাড়ির দরজা খুলতেই হাজারো ক্যামেরার ঝলকানি। গাড়ি থেকে নামতেই টেনে পোশাক ঠিক করলেন সুহানা। এরপর হাসিমুখে ছবির জন্য পোজ। ভিতরে ঢোকবার সময় সুহানার হাঁটার ধরণ অনেকেরই চোখে লেগেছে। কেউ কেউ তো সুহানার এই হাঁটার স্টাইলকে মালাইকার সঙ্গে তুলনা করেছেন।
হাঁটার স্টাইলের জন্য রোজদিনই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হন মালাইকা। নিতম্ব উঁচিয়ে মালাইকার অদ্ভূত হাঁটার ভঙ্গি নিয়ে মিমের ছড়াছড়ি নেটমাধ্যমে, এদিন সুহানার ভিডিয়ো দেখে কেউ লিখেছেন, ‘ওমনভাবে মালাইকার মতো হাঁটছে কেন?’ অপর একজন লেখেন, ‘ছোটি মালাইকা’। এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘মালাইকা পার্ট ২’।
এদিন সুহানা ছাড়াও ‘দ্য আর্চিস’-এর ব়্যাপ আপ পার্টিতে হাজির ছিলেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা, বেদাঙ্গ রায়না, মিহির আহুজা, যুবরাজ মেনডারা। দেখা মিলল পরিচালক জোয়া আখতারেরও। হাসিমুখে মিডিয়ার জন্য পোজ দিল ‘দ্য আর্চিস’ টিম।
আর্চিস কমিক্সের দেশীয় ফিল্ম সংস্করণ ‘দ্য আর্চিস’ আগামী বছর সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই ছবির প্রেক্ষাপট বিংশ শতাব্দীর ষাটের দশক। কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের গল্প উঠে আসবে এই ছবি। খুশি এবং সুহানাকে এই ছবিতে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে।
এদিন শ্রীদেবীর ছোট মেয়ে খুশির দেখা মিলল হল্টার-নেক ড্রেসে। খুশির ফ্যাশন-সেন্স দেখে মুগ্ধ নেটপাড়া। এই দীর্ঘাঙ্গীকে দেখে অনেকেই তুলনা করলেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।
For all the latest entertainment News Click Here