মার্শ-ল্যাবুশেনের হাফসেঞ্চুরি,তবু ওকস-ব্রডদের দাপটে প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া
প্রথম দুই টেস্টের ছন্দ কি হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া? অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের ফলাফল দেখার পর তো তাই মনে হচ্ছে। তৃতীয় টেস্ট থেকেই জ্বলে উঠেছে ইংল্যান্ডের বোলাররা। ম্যাঞ্চেস্টারেও সেই ধারাই বজায় থাকল। ব্রিটিশ বোলারদের দাপটে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া অস্বস্তিতেই থাকল। ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে তারা।
তবে বুধবার ম্যাঞ্চেস্টারে শুরুটা খারাপ করেনি অস্ট্রেলিয়া। প্রথম ২ ঘণ্টায় ওভার প্রতি ৪.২৮ রান করে করছিলেন তোলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা। কিন্তু ৬১ রানে ২ উইকেট হারিয়ে বসে অজিরা। টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড। আর ইংল্যান্ডকে শুরুতেই সাফল্য এনে দেন স্টুয়ার্ট ব্রড। দলের ১৫ রানের মাথাতেই উসমান খোয়াজা ব্যক্তিগত ৩ রান (১৯ বলে) করে সাজঘরে ফেরেন। আগের টেস্টগুলিতে রান না পাওয়া ডেভিড ওয়ার্নার আরও একবার নিরাশ করলেন। ৩টি চারের সাহায্যে ৩৮ বলে ৩২ রান করে ক্রিস ওকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
আরও পড়ুন: পাক বোলারদের দাপটে সস্তায় আউট শ্রীলঙ্কা, জয়ের গন্ধ পাচ্ছেন বাবররা
তিনে ব্যাট করতে নামা মার্নার্স ল্যাবুশেন এবং স্টিভ স্মিথ মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তৃতীয় উইকেটে তাঁরা ৫৯ রান যোগ করেন। কিন্তু মার্ক উডের বলে এলবিডব্লিউ হয়ে স্মিথ ৫২ বলে ৪১ করে সাজঘরে ফেরেন। তার পর ট্রেভিড হেডকে নিয়ে ল্যাবুশেন স্কোরবোর্ডে ৬৩ রান যোগ করেন। কিন্তু হাফসেঞ্চুরি করার পরেই ল্যাবুশেন নিজেই আউট হয়ে যান । ১১৫ বলে ৫১ করে মইন আলির বলে এলবিডব্লিউ হন তিনি। ল্যাবুশেনের ৫১ রানের ইনিংসে রয়েছে ৬টি চার। ল্যাবুশেন আউট হওয়ার পরপরই সাজঘরে ফেরেন ট্রেভিস হেডও। তিনি ৬৫ বলে ৪৮ রান করে স্টুয়ার্ড ব্রডের বলে ক্যাচ তোলেন।
আরও পড়ুন: হাঙ্গার্গেকরের ৫ উইকেট, সুদর্শনের সেঞ্চুরি, বাবর আজমের ভাইদের গোহারান হারাল ভারতের ছোটরা
এর পর মিচেল মার্শ এবং ক্যামেরন গ্রিন মিলে ষষ্ঠ উইকেটে ৬৩ রান যোগ করেন। কিন্তু ২৫৪ এবং ২৫৫ রানে পরপর ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথমে ২৯ বলে ১৬ করে ক্রিস ওকসের বলে সাজঘরে ফেরেন গ্রিন। এক ওভার বাদে ওকসই ফেরান মার্শকেও। ৭টি চার এবং একটি ছয়ের হাত ধরে ৬০ বলে ৫১ রান করেন মিচেল মার্শ। অ্যালেক্স ক্যারিকেও (২০ রান) সাজঘরে ফেরান ওকস। ৭০ বলে ২৩ রান করে এখনও ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক। অজি অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ৩ বল খেলে ১ রান করেছেন।
ইংল্যান্ডের ক্রিস ওকস দুরন্ত বোলিং করেছেন। ২.৭৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ২ উইকেট। এ দিন বিশ্বের দ্বিতীয় জোরে বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ব্রড। এর আগে এই কৃতিত্ব শুধু ছিল ইংল্যান্ডেরই আর এক জোরে বোলার জেমস অ্যান্ডারসনের। ম্য়াঞ্চেস্টার টেস্ট শুরুর আগে ৫৯৮টি উইকেট ছিল ব্রডের ঝুলিতে।। বুধবার ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার খোয়াজা এবং হেডকে আউট করে ৬০০ উইকেট পূর্ণ করলেন তিনি। অ্যান্ডারসনের টেস্ট উইকেট সংখ্যা ৬৮৮। এছাড়া মার্ক উড এবং মইন আলি এদিন ১টি করে উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here