মার্কিন মুকুলে স্বামীর সঙ্গে জন্মাষ্টমী পালন প্রীতির, কৃষ্ণ সেবায় ব্রত নায়িকা
বিদেশের বাড়িতেই জন্মাষ্টমী পালন করেছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। ভিডিয়োতে প্রীতিকে হলুদ সালোয়ার কামিজ পরে দেখা গিয়েছে। প্রীতির স্বামী জেনে গুডেনাফকেও দেখা মিলেছে ভিডিয়োতে।
নেটমাধ্যমে ভিডিয়ো শেয়ার করে প্রীতি লেখেন, ‘জয় শ্রী কৃষ্ণ। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। ভ্যালির মন্দিরে যাওয়া এবং জন্মাষ্টমী উদযাপনের অংশ হওয়াটা আশ্চর্যজনক ছিল।’ তিনি ভিডিয়োটিতে ভক্তিমূলক গান ‘শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি’ যোগ করেছেন। পুজোর সময়কার ছবিও শেয়ার করেছেন তিনি। আরও পড়ুন: নেটমাধ্যমে ‘বয়কট লাইগার’ রব, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত’, বললেন বিজয় দেবেরাকোন্ডা
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জেনে গুডেনাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি। জেনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানি NLine Energy-তে কর্মরত। ২০২১ সালের নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় এবং জিয়া-র বাবা-মা হন তাঁরা। এক ছেলে ও এক মেয়ের মা এখন ‘সোলজার’ নায়িকা। ৪৬ বছরের এই অভিনেত্রী ধ্যান-জ্ঞান এখন ছেলে-মেয়েরা। আপতত দুই সন্তানকে সামলাতেই ব্যস্ত প্রীতি। আরও পড়ুন: ‘মহানন্দা’য় মহাশ্বেতা গার্গী রায়চৌধুরী, পুরস্কার পেলেন সেরা অভিনেত্রী হিসেবে
দুই সন্তান আগমনের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে প্রীতি লিখেছিলেন, ‘হাই! আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম। আমি আর জেনে আনন্দে পাগল হয়ে গিয়েছি, ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গিয়েছে কারণ আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত।’
প্রীতি মণিরত্নমের ‘দিল সে’-য়ে দিয়ে একটি ছোট চরিত্রে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি সোলজার, দিল চাহতা হ্যায়, কোই মিল গায়া, কাল হো না হো, বীর-জারা এবং কাভি আলবিদা না কেহনা সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে প্রীতি প্যারিসে ইশক-এর প্রযোজক হয়েছিলেন, যেখানে তিনি অভিনয়ও করেছিলেন। তবে ছবিটি বক্স অফিসে তেমন একটা ব্যবসা করতে পারেনি। তিনি হ্যাপি এন্ডিং এবং ওয়েলকাম টু নিউ ইয়র্কে ক্যামিওতে অভিনয় করেন। আরও পড়ুন: ব্যাকলেস ব্লাউজ, আইভরি রঙা শাড়িতে ঝলমল করছেন মিমি! চোখ সরানো দায় নেটিজেনের
প্রীতি ২০১৮ সালে ‘ভাইজি সুপারহিট’ দিয়ে বেশ কয়েক বছর পর প্রত্যাবর্তন করেছিলেন। সানি দেওল, আরশাদ ওয়ার্সি, আমিশা প্যাটেল এবং শ্রেয়াস তালপাদেও অভিনয় করেছিলেন এই ছবিতে। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল পাঞ্জাব কিংসের সহ-মালিকানায় রয়েছেন নায়িকা। দক্ষিণ-আফ্রিকান T20 গ্লোবাল লিগ ক্রিকেট দল স্টেলেনবোশ কিংসেরও মালিক তিনি।
For all the latest entertainment News Click Here