‘মার্কিন ব্যাঙ্কের ভরাডুবিতে জীবনের অর্ধেক সঞ্চয় খুইয়েছি’, অঝোরে কান্না শ্যারনের
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্কের ভরাডুবির কারণে মহা বিপদে পড়েছেন অভিনেত্রী শ্যারন স্টোন। খুইয়েছেন জীবনের অর্ধক সঞ্চয়। বৃহস্পতিবার রাতে মার্কিন মুলুকে আয়োজিত উইমেন ক্যান্সার রিসার্চ ফান্ডের তরফে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন শ্যারন। যে অনুষ্ঠানের নাম রাখা হয় ‘আনফরগেটেবল ইভিনিং’। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে অঝোরে কাঁদেন অভিনেত্রী শ্যারন স্টোন।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উপস্থিত শ্রোতাদের ক্যানসার দাতব্য সংস্থায় অর্থ দান করার আহ্বান করেন। আর কথা বলতে বলতে চোখে জল এসে যায় অভিনেত্রীর। বলেন, ‘আমি জানি যে জিনিসটি পেতে হবে কিন্তু কীভাবে টাকা পাঠাতে হবে তা বোঝা কঠিন। আমি একজন প্রযুক্তিগত বিষয়টা বিশেষ বুঝি না। আমি এখনই একটি চেক লিখে দিতে পারি। কিন্তু এই মুহূর্তে, এটাও একপ্রকার সাহস দেখানোর মতো ঘটনা। কারণ আমি জানি কি ঘটছে! আমি এই ব্যঙ্কিং গোলযোগের কারণেই জীবনের অর্ধেক সঞ্চয় হারিয়েছি।’
আরও পড়ুন-‘একে ফাহাদকে বিয়ে, তারপর পাকিস্তান থেকে এল পোশাক!’ ট্রোলের মুখে স্বরা ভাস্কর
যদিও তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে তা বিস্তারিত জানাননি শ্যারন স্টোন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এবং সিগনেচার ব্যাংকের পতনের খবর হয়ত অনেকেরই জানা। যেটি কিনা ২০০৮ সালের আর্থিক সংকটের পর এটিকে সবচেয়ে বড় ব্যাঙ্ক ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। যা মার্কিন ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ঘটনা বলে ধারণা করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই মার্কিন ফেডারেল রিজার্ভ দুটি ব্যাঙ্কে থাকা সমস্ত আমানতের গ্যারান্টি দেওয়ার জন্য পদক্ষেপ করেছে। এবিসি নিউজের মতে, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন আমানতকারীদের রক্ষা করে সমস্ত FDIC-বীমাকৃত ব্যাঙ্কে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্য মোট ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে।’ যার মাধ্যমে প্রায় প্রতিটি ব্যাঙ্কই এফডিআইসি বীমাকৃত। যার অর্থ হল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা, যাঁদের অ্যাকাউন্টে ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার কিংবা তার কম টাকা আছে তাঁরা ব্যাঙ্ক ব্যর্থতার কারমে মার্কিন সরকারের কাছ থেকে সম্পূর্ণ সুরক্ষা পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে অভিনেত্রী শ্যারন স্টোনের টাকা খোয়ানোর সম্ভবনা কম।
এদিকে এদিনের অনুষ্ঠানে নিজের ভাই প্যাট্রিক স্টোনের মৃত্যু, তাঁর স্তন টিউমারের অস্ত্রোপচার নিয়েও কথা বলেছেন শ্যারন স্টোন।
For all the latest entertainment News Click Here