মারাত্মক সবুজ পিচ বানিয়ে কেস খেল অস্ট্রেলিয়ার গাব্বা! পড়ল শাস্তির মুখে
আইসিসির শাস্তির মুখে পড়ল গাব্বার পিচ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের পিচকে ‘গড়পড়তার নীচে’ তকমা দিল আইসিসি। যে টেস্ট দু’দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেইসঙ্গে গাব্বাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রিচি রিচার্ডসন বলেছেন, ‘সার্বিকভাবে এই টেস্ট ম্যাচের জন্য গাব্বার যে পিচ ব্যবহার করা হয়েছে, তা অত্যধিকভাবে বোলারদের পক্ষে সহায়ক ছিল। পিচে অতিরিক্ত বাউন্স ছিল এবং কখনও কখনও অত্যধিক সিম মুভমেন্ট হচ্ছিল। দ্বিতীয় দিনে কয়েকটি বল নীচুও হয়ে যাচ্ছিল। যা ব্যাটারদের পক্ষে কোনও জুটি গড়ে তোলার কাজটা অত্যন্ত কঠিন করে তুলেছিল। আইসিসির নির্দেশিকার ভিত্তিতে এই পিচটাকে গড়পড়তার নীচে রেটিং দিচ্ছি। ব্যাট এবং বলের মধ্যে সমমানের লড়াই হয়নি।’
আরও পড়ুন: AUS vs SA Gabba Pitch Controversy: ভারতে হলেই হল্লা করত! গাব্বায় ২ দিনেই টেস্ট শেষ হওয়ায় পিচ নিয়ে প্রশ্ন নেটপাড়ার
সেই ‘গড়পড়তার নীচে’ রেটিংয়ের জেরে গাব্বার পিচকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের জন্য সেই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে। যদি সেইসময়ের মধ্যে কোনও মাঠ পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাসের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারবে না।
গত ১৭ ডিসেম্বর গাব্বায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট হয়েছিল। প্রথম দিনেই ১৫ উইকেট পড়েছিল। দ্বিতীয় দিন পড়েছিল ১৯ উইকেট। সবমিলিয়ে ৮৬৬ বলে ৩৪ পড়েছিল গাব্বায়। যা বলের নিরিখে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্যের টেস্ট ম্যাচ। তার জেরে গাব্বার পিচ নিয়ে সমালোচনা করতে থাকেন বিশেষজ্ঞদের একাংশ। সমালোচনায় সরব হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারও।
আরও পড়ুন: AUS vs SA: গাব্বার পিচ খেলার জন্য মোটেও ভালো ছিল না, আম্পায়ারকে বলেওছিলাম- ক্ষোভ উগড়ালেন এলগার
প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘’নিজেকে প্রশ্ন করতে হবে, এই ফর্ম্যাটের জন্য কি এই পিচটা উপযুক্ত? আমার মনে হয় না, এটা খুব ভালো টেস্ট উইকেট ছিল।’ সঙ্গে এলগার বলেন, ‘যখন কেজির (কাগিসো রাবাডা) পায়ে বল লেগেছিল, তখন আমি আম্পায়ারদের জিজ্ঞাসা করেছিলাম, কতক্ষণ এরকম চললে আপনারা পিচটাকে অসুরক্ষিত হিসেবে ঘোষণা করবেন?’ যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘না, একেবারেই না। পিচটা ঠিকঠাক ছিল। দু’দিকে বলের মুভমেন্ট হচ্ছিল। কিছুটা উঁচু-নীচু বাউন্স ছিল। কিন্তু পিচটা ঠিকঠাক ছিল।’
For all the latest Sports News Click Here