‘মায়ের সামনে আমার উপর চিৎকার করেন অক্ষয় স্যার, অপমানিত বোধ করেছিলাম’, বললেন মণীশ
‘মায়ের সামনেই আমার উপর চিৎকার চেঁচামিচি জুড়ে দেন অক্ষয়। সেটাও আবার আমার মায়ের সামনে।’ অক্ষয় কুমারের বিরুদ্ধে এমনই মুখ খুললেন সঞ্চালক মণীশ পল। হ্যাঁ, ঠিকই শুনছেন মণীশের অভিযোগ সুপারস্টার অক্ষয়ের বিরুদ্ধেই।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে মণীশ বলেন, তিনি তখন সবে সবে সঞ্চালনার কাজ শুরু করেছেন। একটা অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করছিলেন। এমনই একটা শোয়ে অক্ষয় অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নেমে যাবে ঠিক সেসময় মণীশ অক্ষয়কে বলেন, ‘অক্ষয় স্যার এক ডায়ালগ তো বোল দিজিয়ে’ (একটা সংলাপ তো বলে যান)। এরপর অক্ষয় ঘুরে বেশ কঠোর স্বরে বলেন, ‘চুপ কর’। মণীশের কথায়, ‘এতেই আমার ঘাম হতে শুরু হয়েছিল। আমার মাও প্রথমবার সেই অনুষ্ঠান দেখতে এসেছিলেন। এতটাই বিব্রত বোধ করছিলাম, মনে হচ্ছিল অপমানিত হলাম। ’
আরও পড়ুন-অন্তঃসত্ত্বা অবস্থায় পদসেবা করেছেন স্বামী, ট্রোলিংয়ের মাঝে ভিডিয়ো পোস্ট করে প্রমাণ দিলেন সানা খান
আরও পড়ুন-সৃজিতের ছবিতে অভিনয় করেছেন স্বয়ং উত্তম কুমার! কিন্তু কীভাবে? নিজেই দেখে নিন…
আরও পড়ুন-শাহরুখের গলা হাত দিয়ে চেপে ধরেন আরিয়ান, দম বন্ধ হয়ে আসছিল কিং খানের, কী আবার ঘটল!
মণীশ পল আরও বলেন, ‘আমি ভাবছিলাম আমার কেরিয়ার বোধহয় শেষ। এরপর আমি অক্ষয়কে অনুসরণ করি তাঁর আসন পর্যন্ত গিয়েছিলাম, যদিও পরিচালক সেটা আমায় করতে নিষেধ করেছিলেন। আমি ওকে বলি উনি আমায় মায়ের সামনে অপমান করলেন। আমি বলি ওঁর কাছে অভিনয়ের টিপস চাই। এরপর আমাদের কথোপকথন যে স্তরে পৌঁছোয়, তা দেখে সকলে দ্বিধা-বিভক্ত হয়ে যান। অক্ষয় শেষপর্যন্ত আমার রসবোধের প্রশংসা করেন। বলেন, উনি আমার সঙ্গে নেহাতই মজা করছিলেন। ’
মণীশ পলকে শেষবার দেখা গিয়েছে ‘রাফুচক্কর’ ওয়েব সিরিজে। ‘যুগ যুগ জিও’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। মণীশ পাল তাঁর কেরিয়ার শুরু করেছিলেন রেডিও জকি হিসাবে। পরে তিনি একাধিক টেলিভিশন শোয়ে কাজ করেছেন, এগুলির মধ্যে রয়েছে ‘ঘোস্ট বানা দোস্ত’, টরাধা কি বেটিয়াঁ কুছ কর দেখায়ঙ্গি’, ‘ইসসসসস…ফির কোয়ি হ্যায়’ সহ বহু টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন মণীশ পল। এছাড়াও ‘ঝলক দিখলা জা ৭’, ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল’ সহ বহু শোয়ের সঞ্চালনা করেছেন।
For all the latest entertainment News Click Here