‘মায়ের রোলটা করা হল না’, ‘গ্যাসলাইট’ মুক্তির আগে কেন আক্ষেপ চিত্রাঙ্গদা সিংয়ের
২০২১ সালে ক্রাইম থ্রিলার বব বিশ্বাসে অভিনয় করে ওটিটিতে ডেবিউ করেন অভিনেত্রী এবং প্রযোজক চিত্রাঙ্গদা সিং। একজন মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করে রীতিমতো সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এবার দুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আরেকটি ছবি। ‘গ্যাসলাইট’এ সারা আলি খানের সঙ্কে স্ক্রিন শেয়ার করতে চলেছেন চিত্রাঙ্গদা সিং। তবে এবার তিনি থাকছেন সারার অনস্ক্রিন সৎ মায়ের ভূমিকায়। তৃতীয় ওটিটি রিলিজেই সারার সৎমায়ের ভূমিকায় অভিনয় করতে কেমন লাগছে? এই ব্যাপারে বেশ অকপট অভিনেত্রী। তাঁর কথায়, মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে কোনও সমস্যাই নেই।
আরও পড়ুন: শাহরুখকে হারিয়ে দিয়েছেন তিনি, খবর শুনে ফারজি’র রাশি ভেবেছিলেন, পুরোটাই ধাপ্পা
আরও পড়ুন: ‘আমার মধ্যে নবাবি নেই!’ নবাব-পরিবার নিয়ে হঠাৎ কেন বললেন সারা? ঝগড়া নাকি
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে মায়ের চরিত্রে অভিনয়ে কতটা সাবলীল সে কথাই জানান অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাঁর কথায়, ‘ওর মায়ের ভূমিকায় অভিনয় করতে আমার কোনও সমস্যা হয়নি। বরং বব বিশ্বাসেও আমি মায়ের ভূমিকায় অভিনয় করেছি। সেখানে আমার দুটো বাচ্চাও ছিল।’ তাহলে মায়ের ভূমিকায় অভিনয় করতে গিয়ে কোন দিকটা তাকে বেশি টানে? চিত্রাঙ্গদা বলেন,‘আমার চরিত্র কতটা ইন্টারেস্টিং করে তুলতে পারছি, সে দিকেই নজর থাকে আমার।’ তবে একই সঙ্গে তিনি এই কথাও মেনে নেন, আগে একজন অভিনেত্রী মায়ের চরিত্রে অভিনয় করলে তাঁকে অনেকটাই কোনঠাসা হতে হত লাইমলাইটের জগতে। লিড রোল থেকে সরে আসতে হত তাঁকে। তবে এখন সময় বদলেছে। মানুষের চাহিদার সঙ্গে সঙ্গে পাল্টেছে পরিচালক প্রযোজকদের চিন্তাভাবনা। চিত্রাঙ্গদা জানান,‘আমি এই বিশেষ ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলাম কারণ বেশ ইন্টারেস্টিং লেগেছিল।’
আরও পড়ুন: কুড়ুলের কোপ মেরেই ‘জয় মাতা দি’ বলল আততায়ী! কী ঘটেছিল সেদিন? বললেন আমন
আরও পড়ুন: বেশি বয়সে মা হতে ৩০ বছরেই ডিম্বানু সংরক্ষণ করেন প্রিয়াঙ্কা, পরামর্শ অন্যদেরও
এই কথা প্রসঙ্গেই মীরা নায়ারের দ্য নেমসেকের কথাও তোলেন অভিনেত্রী। ২০১১ সালে দ্য নেমসেকে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন চিত্রাঙ্গদা। ওই ছবিতে এক ২৪ বছর বয়সি মায়ের ভূমিকাতে অভিনয় করতে বলা হয়েছিল তাঁকে। নির্দিষ্ট চরিত্রে অভিনয়ের জন্য প্রায় সব প্রস্তুতিও হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে তার বদলে তাবু অভিনয় ওই চরিত্রে। এই নিয়ে স্বাভাবিকভাবেই আক্ষেপের সুর ছিল অভিনেত্রীর গলায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here