মায়ের পুরোনো ড্রেসে পার্টির লাইমলাইট কাড়লেন শাহরুখ-কন্যা, হাজির চর্চিত প্রেমিকও
মুক্তির অপেক্ষায় শাহরুখ কন্যা সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিস’। তবে ইতিমধ্যেই টিনসেল টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে এই স্টারকিড। সুহানার ফ্যাশন সেন্স নিয়ে হামেশাই চর্চা চলছে। বি-টাউনের নতুন ফ্যাশনিস্তা সুহানা খান। তানিয়া শ্রফের বার্থ ডে পার্টিতে ফের তাক লাগালেন শাহরুখ কন্যা। অভিনেতা আহান শেট্টির প্রেমিকার জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশনে সুহানার সাজের হাইলাইট ছিল তাঁর পোশাক। এদিন মায়ের ওয়ারড্রব থেকে পোশাক ধার করেছিলেন সুহানা। গৌরীর পুরোনো পোশাকেই পারফেক্ট পার্টি লুকে পাওয়া গেল এই স্টার কিডকে।
এদিনের পার্টিতে হাজির ছিল সুহানার গোটা গ্যাং। ছিলেন খুশি কাপুর, শানায়া কাপুররা। দেখা মিলল সুহানার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দারও। বচ্চনের নাতি অগস্ত্যর সঙ্গেই নাকি প্রেম করছেন শাহরুখ কন্যা, বলিউডের অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। এদিনের পার্টিতেও অমিতাভের নাতির সুহানার দিকে ফ্লাইং কিস দেওয়া নিয়ে চর্চা তুঙ্গে।
শাহরুখ কন্যার প্রতিটি মুভমেন্ট থাকে পাপারাৎজিদের নজরে থুড়ি লেন্সে। ‘দ্য আর্চিস’ তারকাকে এদিন পাওয়া গেল অ্যানিম্যাল প্রিন্টেট অফ শোল্ডার ড্রেসে। ১০ বছরের ব্যাবধানে মায়ের ড্রেসটি পরেছেন সুহানা। তবে ফ্যানেদের শকুনের নজর এড়িয়ে যেতে পারেনি এই সাজুয্য। গৌরীর পোশাকে সামান্য টুইস্ট আনেন সুহানা। ধূসর-কালো বেল্টের সঙ্গে এই প্রিন্টেট পোশাকটি স্টাইল করেন সুহানা, সঙ্গে ছিল স্লিং ব্যাগ। গৌরী বেশ মোটা কালো রঙা বেল্টের সঙ্গে পোশাকটি পরেছিলেন।
সুহানা-গৌরীর ছবি পাশাপাশি রেখে অনেক নেটিজেনই শেয়ার করছেন। কারুর মনে প্রশ্ন, শাহরুখ কন্যার পার্টিতে যাওয়ার জন্য নতুন ড্রেস নেই। কেউ আবার প্রশংসা করে লিখেছেন, মায়ের পোশাক মেয়ে পরবে এটাই তো স্বাভাবিক। এক নেটিজেন লেখেন, ‘এতদিন ধরে সেলেবরাও পোশাক যত্ন করে রেখে দেন জেনে ভালো লাগল’। মা আর মেয়ের মধ্যে একই পোশাকে কাকে বেশি সুন্দর দেখাচ্ছে সেই নিয়েও আলোচনা বিস্তর। বেশিরভাগ শাহরুখ ভক্তের মতেই, মা-মেয়ে দুজনকেই দারুণ মানিয়েছে এই পোশাকে।
জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’ এর সঙ্গে সুহানার পাশাপাশি বলিউডে পা রাখছেন খুশি কাপুর, অগস্ত্য নন্দার মতো স্টার কিডরা। অভিনয়ের দুনিয়ায় শাহরুখ কন্যার পা রাখার অর্থই হল, বাবার সঙ্গে তুলনা। নিজের অভিনয় গুণে দর্শকদের মন কতটা জিততে পারেন এই স্টারকিড তা তো ভবিষ্যতই বলবে। চলতি বছরেই মুক্তি পাবে ‘দ্য আর্চিস’।
For all the latest entertainment News Click Here