মায়ের অসুস্থতার জন্য দেশে থাকছেন কামিন্স, তৃতীয় টেস্টে অজিদের ক্যাপ্টেন স্মিথ
মায়ের অসুস্থতার জন্য সিডনিতেই থেকে যাচ্ছেন প্যাট কামিন্স। তৃতীয় টেস্টের জন্য ভারতে ফিরছেন না। তাঁর পরিবর্তে ভারতের বিরুদ্ধে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতির বিতর্কের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব খুইয়েছিলেন। নির্বাসিত হয়ে গিয়েছিলেন। নির্বাসন কাটিয়ে ফেরার কয়েক বছর পরে তাঁকে সহ-অধিনায়ক করা হয়। ভারত সফরেও কামিন্সের ডেপুটি ছিলেন স্মিথ।
শুক্রবার একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলেন, ‘এই মুহূর্তে (তৃতীয় টেস্টের জন্য) ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত ঠিক। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমাদের সতীর্থদের থেকে যে সমর্থন পেয়েছিল, তা প্রশংসনীয়। সকলকে ধন্যবাদ।’
আরও পড়ুন: Agar heading back to Australia: আনা হয়েছিল ভারতের ঘুম কাড়তে, ১ টেস্টেও না খেলে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার স্পিনার
উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে ইন্দোরে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। যে টেস্ট থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, জস হেজেলউডরা। এবার মায়ের অসুস্থতার জন্য সেই টেস্টে খেলতে পারবেন না কামিন্সও। সেই পরিস্থিতিতে কামিন্সের পরিবর্তে ইন্দোরে মিচেল স্টার্ক (ফিটনেসের উপর নির্ভর করছে) খেলতে পারেন। স্টার্কের ফিটনেস নিয়ে সমস্যা থাকলে দলে ঢুকতে পারেন স্কট বোল্যান্ড। যিনি নাগপুরে প্রথম টেস্টে খেলেছিলেন। কামিন্সের থেকে ভালো বলই করেছিলেন। কিন্তু দিল্লিতে দ্বিতীয় টেস্টে এক পেসারে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতিতে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন বোল্যান্ড।
আরও পড়ুন: ICC Test Ranking: ৪ বছর পর সিংহাসন চ্যুত কামিন্স, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ইংরেজ, টক্কর অশ্বিনের
আমদাবাদ টেস্টে কি খেলবেন কামিন্স?
চতুর্থ টেস্টে (আমদাবাদ টেস্ট) কামিন্স খেলতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। যে টেস্ট আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে। সেই টেস্টেও কামিন্স না খেললে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের ব্যাটন থাকবে স্মিথের হাতেই। উল্লেখ্য, আপাতত চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ৪-৪ ব্যবধানে হেরে গেলে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে শ্রীলঙ্কা জিতে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবেন না অজিরা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here