মায়ামিতে কত নম্বর জার্সি পরে খেলবেন মেসি? কত টাকা মাইনে পাবেন আমেরিকায়
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসিকে রবিবার সদস্য, সমর্থকদের সামনে আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসবেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। তার আগে শনিবার মিটিয়ে নেওয়া হয়েছে সই পর্ব। সরকারি ভাবে নতুন ইনিংস শুরু করে ফেললেন লিও।
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি কতদিনে? যুক্তরাষ্ট্রের ক্লাবে কত টাকা পাচ্ছেন আর্জেন্তাইন তারকা। কত নম্বর জার্সি পরে খেলবেব তিনি? এমন হাজারো প্রশ্ন রয়েছে সকলেরই মনে। জেনে নিন উত্তরগুলো।
মেসির চুক্তির মেয়াদ কত দিনের?
মায়ামির সঙ্গে ২ বছর ৬ মাসের চুক্তি করেছেন মেসি। তার মানে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি মায়ামির হয়ে খেলবেন। তবে এই মেয়াদ শেষে দুই পক্ষের সম্মতিতে আরও এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ আছে। অর্থাৎ ২০২৬ পর্যন্ত মেসিকে মায়ামিতে খেলতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: CFC-কে ISL ফাইনালে তুলেছিলেন স্কটিশ কোচ, তাঁকেই নতুন মরশুমে ফেরাচ্ছে চেন্নাইয়িন
মায়ামিতে মেসির আয় কত হবে?
মেসির সঙ্গে মায়ামির চুক্তিটা মেজর লিগ সকারের আর দশটা সাধারণ চুক্তির মতো নয়। সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী ইন্টার মিয়ামিতে প্রতি বছরে ভারতীয় মুদ্রায় ৫৩৫ কোটি থেকে ৬৪০ কোটির বেশি আয় করবেন। ক্লাবের তরফে জানানো হয়েছে, এর বাইরে মেজর লিগ সকারের পৃষ্ঠপোষক ও অন্য অংশীদারদের কাছ থেকে টাকা পাবেন মেসি। এমএলএসের সঙ্গে অ্যাপল টিভির চুক্তি থেকে কিছু অংশ দেওয়া হবে তাঁকে। টাকা পাবেন এমএলএসের স্পনসর ও জার্সি সরবরাহকারী অ্যাডিডাসের কাছ থেকেও।
১০ নম্বর জার্সি পাচ্ছেন মেসি?
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। আর্জেন্তিনায় হয়েও ১০ নম্বর জার্সি পরে খেলবেন। তবে পিএসজির হয়ে তিনি ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। কিন্তু মায়ামিতে তাঁকে দশ নম্বর জার্সি পরেই খেলতে দেখা যাবে।
মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ কবে খেলবেন মেসি?
লিগ কাপে (যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের সব দলকে নিয়ে নতুন টুর্নামেন্ট) মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২১ জুলাই প্রথম ম্যাচটা খেলতে পারেন মেসি। যদিও দলের সঙ্গে এখনও অনুশীলন শুরু করেননি এলএমটেন।
আরও পড়ুন: বাগানের মাঠে আগুন ধরালেন ১৮ বছরের কাশ্মীর-পুত্র, সুহেলের হ্যাটট্রিক, ফারদিনের জোড়া গোল, ডালহৌসির বিরুদ্ধে বড় জয় MB-এর
এমএলএসের অলস্টার দলের হয়ে কি খেলবেন মেসি?
১৯ জুলাই ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের যে অলস্টার দলটি খেলবে, সেটা ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে। সেখানে মেসির নাম নেই। তাই ওই ম্যাচে মেসির খেলার কোনও সম্ভাবনা নেই।
মেসি কি মায়ামির অধিনায়ক?
এটা এখনও ঘোষণা করা হয়নি। ইন্টার মায়ামির নিয়মিত অধিনায়ক গ্রেগরি দা সিলভা আপাতত চোটের কারণে বাইরে। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন স্ট্রাইকার লিওনার্দো ক্যামপানা। তবে মেসির মতো একজন খেলোয়াড়কে পাওয়ার পর ইন্টার মায়ামি তাঁকে হয়তো নিয়মিত অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে।
মেসির দলের কোচ কে?
জেরার্দো মার্তিনো মায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আর্জেন্তাইন এই কোচ ২০১৩-১৪ মরশুমে বার্সেলোনায় এবং ২০১৪-১৬ মেয়াদে আর্জেন্তিনা জাতীয় দলে মেসিকে কোচিং করিয়েছেন। মার্তিনো নিজেও ২০১৬-১৮ পর্যন্ত এমএলএসের দল আটালান্টা ইউনাইটেডের কোচ ছিলেন।
For all the latest Sports News Click Here