মায়ানগরীতে ‘দুর্গা’র রঙিন সংসার, মুম্বইতে কাজ ছাড়া আর কী করছেন অদ্রিজা?
মফঃস্বলের মেয়ে অদ্রিজা রায়। মাত্র ২৪ বছর বয়সে টলিউডের সীমানা ছাড়িয়ে তিনি বলিউডে কাজ করছেন জমিয়ে। যদিও তাঁর কেরিয়ার শুরু হয়েছিল বাংলা সিরিয়াল থেকেই। তারপর তাঁকে কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছিল। এখন তিনি বলিউডের ছোটপর্দায় কাজ করছেন। সেখানেই নিজের সংসার গুছিয়ে নিয়েছেন।
বর্তমানে অভিনেত্রীকে দুর্গা অর চারু ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। তবে এই ধারাবাহিকের টিআরপি রেটিং কিন্তু মোটেই ভালো নয়। কিন্তু সেটা হলে কী হবে আপাতত অভিনেত্রী মায়ানগরীর মায়ায় মজে আছেন সেটা তাঁকে দেখলেই বেশ বোঝা যায়। সেখানে তাঁর একার সংসারে সঙ্গী হল তবে পোষ্য। মাঝে মধ্যে তার সঙ্গেই অভিনেত্রী রিলস বানান। যদিও এখন তাঁর সঙ্গে তাঁর বাবা সেখানে আছেন। ফলে সবটা মিলিয়েই যে তাঁর জীবন বেশ আনন্দ কাটছে সেটা বোঝা যাচ্ছে।
২০২২ এর নভেম্বরে মৌ এর বাড়ি ধারাবাহিকের কাজ শেষ করে মুম্বই পাড়ি দিয়েছিলেন। যাওয়ার আগে ভীষণই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জানিয়েছিলেন নিজের সফরের কথা। তাঁকে এখানে দুর্গা, সন্ন্যাসী রাজা, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়া পরিণীতা ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল শুভশ্রীর বন্ধুর চরিত্রে।
যদিও মৌ এর বাড়ির শ্যুটিং শেষ হওয়ার পর কানাঘুষোয় শোনা গিয়েছিল সেই চ্যানেলেরই আরও একটি প্রজেক্টে দেখা যাবে তাঁকে। যদিও সেসব কিছুই হয়নি। উল্টো তিনি পাততাড়ি গুটিয়ে পাড়ি দেন সোজা আরব সাগরের পাড়ে। অনেকেই অবশ্য তাঁর এই চলে যাওয়া মোটেই ভালো চোখে দেখেননি। চলেছে নানা কথাও। তবে তাতে থোড়াই কেয়ার করেন অভিনেত্রী! তাঁর এখন স্বপ্ন থেকে সংসার সবটাই মুম্বতেই। সেখানেই মন দিয়ে কাজ করছেন তিনি।
For all the latest entertainment News Click Here