মামাবাড়িতে একী কাণ্ড! বোনের বিরুদ্ধেই এবার অভিযোগ আনলেন পরীমনি…
প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গিয়েছে ছোট্ট ‘রাজ্য’। হেলিকপ্টরে চড়ে ছেলে কোলে নিজের বাড়ি যাওয়ার ভিডিয়ো ও ছবি নিজেই পোস্ট করেছেন পরীমনি। সে তো নাহয় হল, কিন্তু সেখানে গিয়ে একী কাণ্ড! রাজ্যের মাসি, অর্থাৎ নিজের বোনের বিরুদ্ধেই ভয়াবহ অভিযোগ আনলেন বাংলাদেশের ‘পরী’! শুধু অভিযোগই নয়, প্রমাণ সাপেক্ষে ভিডিয়োও পোস্ট করেছেন পরীমনি। কিন্তু ঘটেছে টা কী?
পরীমনির পোস্ট করা ভিডিয়োতে তাঁর বোনকে ছেলের দুধ খেয়ে নিতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে পরীকে না দেখা গেলেও তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘বাবু দেখ, তোর দুধ খেয়ে নিচ্ছে তোর খালা।’ এরপরই পরীমনির বোনকে বলতে শোনা যায়, ‘ছেলেকে খাওয়ানোর আগে মা কিংবা খালার সেটা চেখে দেখা উচিত, সেটার স্বাদ কেমন! এইজন্য আমি খাচ্ছি। (তারপরই হেসে বলেন) আসল সত্যিটা অবশ্য বেশ মজার, আহা…’।পরীমনিকে তখন মজা করে বলতে শোনা যাচ্ছে, বোতলে খা তাহলে। ভিডিয়োর ক্যাপশানে পরীমনি লিখেছেন, ’কোনো কাজ!!! ছেমরি’
আও পড়ুন-‘খুব শীঘ্রই কোনওদিন আমাদের দেখা হবে’, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগতাড়িত অর্জুন
আরও পড়ুন-অস্কার মঞ্চে অপমান, অসুস্থ হয়ে পড়েন গুণিত মঙ্গা, ভর্তি করা হয় হাসপাতালে!
ভিডিয়োর নিচে অবশ্য বেশি লোকজনকে কমেন্ট করতে দেখা যায়নি, কারণ পরীমনি কমেন্ট সেকশন লিমিটেড করে রেখেছেন।
আরও পড়ুন-হেলিকপ্টরে চড়ে প্রথমবার মামাবাড়ি চলল পরীমনির ছেলে ছোট্ট ‘রাজ্য’
গতবছর, ১০ অগস্ট ঢাকার এক হসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমনি। নাম রাখেন শামীম মহম্মদ রাজ্য। তারপর কেটে গিয়েছে প্রয় ৭ মাস। আপাতত ছেলেকে নিয়েই কাটছে পরীমনির জীবন। শুক্রবারই প্রথমবার ছেলে কোলে বাবার বাড়ি গিয়েছেন অভিনেত্রী পরীমনি। অনুরাগীদের আশাছিল, রাজ্যের মামাবাড়ি থেকে অভিনেত্রী নিশ্চয় ভিডিয়ো পোস্ট করবেন, আর সেটাই হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনার সাতক্ষীরায় জন্ম হয় পরীমনির। বাবা-মায়ের মৃত্যুর পর পিরোজপুরে দাদু শামসুল হকের কাছে তিনি মানুষ হন পরী। সেখান থেকেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরের বাংলা নিয়ে অনার্স করার জন্য পরীমনি ঢাকায় আসেন। তারপরই তাঁর অভিনয় দুনিয়ায় পা রাখা। খুব সম্ভবত পরীমনি তাঁর ছেলেকে নিয়ে দাদুর কাছেই গিয়েছেন। সেখানে রয়েছে তাঁর এক বোনও রয়েছে, তা পরীর পোস্ট থেকেই জানা গিয়েছে।
For all the latest entertainment News Click Here