‘মাফিয়া’ স্বস্তিকার দাপটে ওলটপালট ‘শিবপুর’, পরমব্রত কি পারবেন বাঁচাতে?
সিনেমার টিজার নাকি হত্যা মঞ্চ বোঝা দায়! ভরা বাজারে ঝুলছে দেহ। মেরে কেউ ঝুলিয়ে রেখে দিয়ে গেছে। মাছের বাজারে মাছ নয় কোপের পর কোপ দিয়ে কাটা হচ্ছে মানব দেহ। শান দেওয়া হচ্ছে অস্ত্রে। যখন ইচ্ছে কোমরে গুঁজে রাখা বন্দুক দিয়ে বিপক্ষের লোকজনকে ‘সবক’ শেখানো হচ্ছে। দুমদাম গুলি চলার দৃশ্য, খুনের দৃশ্যে অহরহ ভেসে উঠছে পর্দায়। এরই মাঝে পুলিশ হয়ে এলেন পরমব্রত। বললেন, ‘আজ যেখানে নবান্ন, আমি যে সময়ের কথা বলছি সে সময় দিনে দুপুরে সেখানে লাশ পড়ে থাকত।’ এলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ‘মাফিয়া কুইন’ স্বস্তিকার আলুথালু শাড়ি, চুল। উন্মুক্ত বক্ষ বিভাজিকা। তেমন অবস্থাতেই বিপক্ষের লোকজনকে কখনও কুপিয়ে কখনও গুলি করে মারছেন। কাট টু বদলে গেল তাঁর চেহারা। পরনে উঠে এল সাদা শাড়ি। তবুও থামল না মাফিয়া বা গুন্ডারাজ। শেষ কোথায়? উত্তর দেবে ‘শিবপুর’। এই টানটান রুদ্ধশ্বাস টিজারই আভাস দিচ্ছে ছবিটা কী হতে চলেছে তার।
বহু টানাপোড়েন, নানা বিতর্ক, অবশেষে সে সব কিছুকে ছাপিয়ে প্রকাশ্যে এল পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শিবপুর’-এর টিজার। হাওড়ার এই অঞ্চলের মাফিয়া রাজের উপর তৈরি এই পলিটিক্যাল থ্রিলার নিয়ে মানুষের আগ্রহের অন্ত ছিল না প্রথম থেকেই। অবশেষে সেই টিজার যেন প্রতীক্ষাকে আরও বাড়িয়ে তুলল।
ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, প্রমুখকে। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই নজর কাড়ল দর্শকদের। স্বস্তিকার চরিত্র মনে করাল বাংলা ছবির অতি কুখ্যাত চরিত্র ‘বিন্দু মাসি’কে।
ছবিটির পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। প্রযোজনা করেছে ইন্দো আমেরিকানা প্রোডাকশন। নিবেদন করেছেন অজন্তা সিংহ রায়। অমিত চট্টোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। এই ছবিতে পরমব্রতর চরিত্রের নাম সুলতান সিং।
আগামী ৩০ জুন এই ছবিটি মুক্তি পাবে বড়পর্দায়। প্রসঙ্গত এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয় কিছু মাস আগে। অভিনেত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রযোজক। আইনি পদক্ষেপ নেন স্বস্তিকাও। যদিও এখন সেই বিতর্ক স্তিমিত। এখন এই টিজার দেখে সকলেই ছবির অপেক্ষায় অপেক্ষমান।
For all the latest entertainment News Click Here