মাধ্যমিকের টেনশন! ‘রামপ্রসাদ’-এর মেকআপ রুমেই চলছে ‘সর্বাণী’ সুস্মিলির পড়াশোনা
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ সুস্মিলি আচার্য। ‘প্রথম প্রতিশ্রুতি’ সিরিয়ালের সত্য়বতী-র চরিত্রে নজর কেড়েছিল এই কন্যে। এরপর এই খুদে অভিনেত্রী গোটা বাংলার মন জয় করে নেয় ‘সৌদামিনীর সংসার’-এর সৌদামিনী হিসাবে। বর্তমানে স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এই ষোড়শী। অনেকেই হয়ত জানেন না, ক্লাস টেনের ছাত্রী সুস্মিলি। সামনের বছরই মাধ্যমিক। ছোটপর্দায় কামব্য়াক থেকে মাধ্যমিকের প্রস্তুতি, সব নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে আড্ডায় সুস্মিলি আচার্য।
কেমন আছো?
সুস্মিলি: খুব ভালো আছি। নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ– খুব ভালো সাড়া পাচ্ছি।
ইতিমধ্যেই সর্বাণী চরিত্র দর্শকদের এতো ভালোবাসা পাচ্ছো, এমন ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা কতটা চ্যালেঞ্জিং?
সুস্মিলি: সর্বাণী চরিত্রটা করে আমি অনেককিছু শিখতে পাচ্ছি। অনেককিছু নতুন বিষয় জানতে পারছি না। নতুন একটা অভিজ্ঞতা। দর্শকদের ফিডব্যাক খুবই জরুরি যে কোনও অভিনেতার কাছে, আমারও ভালো লাগছে সর্বাণীকে দর্শক এতো ভালোবাসা দিচ্ছে। আমি সোশ্যালে অ্যাক্টিভ নই তেমন, তবে আমি সব জায়গা থেকে প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকেই আমাকে বলছেন- তাঁরা নিয়মিত এই সিরিয়াল দেখছেন, এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে।
করুণাময়ী রাণী রাসমণি শেষ হওয়ার পর ৯ মাসের ব্রেক নিয়ে ফিরে আসা। ‘রামপ্রসাদ’কে কেন বাছলে?
সুস্মিলি: আমি আগেও অনেক পিরিয়ড ড্রামায় কাজ করেছি। তবে আমার এই ধারাবাহিকটা অন্য়রকম মনে হয়েছে। এটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে। আর সর্বাণীর মতো একটা চরিত্র ফুটিয়ে তোলবার চ্যালেঞ্জ, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে, এই মেগা সিরিয়ালটা আজকের প্রেক্ষাপটেও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
পিরিয়ড ড্রামায় কাজ করাটা কি সচেতন সিদ্ধান্ত?
সুস্মিলি: আমরা তো বাস্তবজীবনে মর্ডান, পর্দায় পুরোনো দিনের গল্প তুলে ধরি ক্ষতি কী? আমি এতদিন ধরে পিরিয়ড ড্রামায় কাজ করেছি, আমাকে খুব বেশি টানে এই জঁর। সেদিক থেকে ‘রামপ্রসাদ’ করতেও ততটাই ভালো লাগছে।
সুস্মিলি তো ক্লাস টেনের ছাত্রী, সামনেই মাধ্যমিক। কেমনভাবে সামাল দিচ্ছো শ্য়ুটিং আর পড়াশোনা?
আমার তো ভীষণ টেনশন হচ্ছে এখন থেকেই। তবে আমি ছোট থেকেই অভ্যস্ত। শ্যুটিংয়ের সময় শ্যুটিং করি, ফাঁক পেলেই পড়াশোনা। মেক আপ রুমে তো আমার সঙ্গেই বই থাকে। শটের ফাঁকে স্ক্রিপ্টের পাশাপাশি পড়ার বইও পড়ি। বাড়ি ফিরে পড়তে বসতে হয়। এইভাবেই চলছে।
কোনটা বেশি সোজা বই পড়া না স্ক্রিপ্ট মুখস্থ করা?
এখন সিলেবাসের বইগুলো আমার কাছে বেশি জরুরি কারণ সামনে মাধ্যমিক। দুটোই আমার কাছে খুব কাছের, খুব জরুরি। দুটো থেকেই আমি নতুন কিছু জানতে পারি। তবে স্ক্রিপ্ট মুখস্থ করতে খুব একটা অসুবিধা হয় না।
সুস্মিলির প্রিয় বিষয় কী?
আমার বিজ্ঞানের প্রতি একটা টান রয়েছে। অঙ্কও খুব ভালো লাগে। আলাদাভাবে ফেবারিট সাবজেক্ট নেই, সবই পছন্দের।
‘রামপ্রসাদ’-এ তোমার বিপরীতে রয়েছে সব্যসাচী চৌধুরী। সিনিয়র সহ-অভিনেতাকে নিয়ে কী বলবে?
অনেক শিখছি, উনি আমাকে খুবই সাহায্য করেন। একসঙ্গেই আমরা সিন নিয়ে আলোচনা করি। এর জেরেই পর্দায় আমাদের রসায়ন এত ভালোভাবে ফুটে উঠছে। সব্যদা ছাড়াও সেটে অনেক সিনিয়র কলাকুশলীরা রয়েছেন, সবার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং। সবাই খুব সাহায্য করে।
For all the latest entertainment News Click Here