মাদক-বিতর্কের পর ইনস্টাগ্রামে ফেরত! ফিরেই কী পোস্ট করলেন শাহরুখ-তনয় আরিয়ান?
একটা রাতেই পাল্টে গিয়েছিল জীবন। ঘিরে ধরেছিল বিতর্ক। মাদক-কাণ্ডে জড়িয়ে পড়া, আটক হওয়া, আইনি লড়াই— কঠিন লড়াই লড়েছেন তিনি। আরিয়ান খান, শাহরুখ খানের পুত্র। জামিনে মুক্তি পেলেও দীর্ঘ দিন চার দেওয়ালের ঘেরাটোপেই রেখেছিলেন নিজেকে। সক্রিয় ছিলেন না নেটমাধ্যমেও। কিন্তু সোমবার যেন তিনি সেই আগল ভেঙে বেরিয়ে এলেন। দীর্ঘ এক বছর পর ইনস্টাগ্রামে পোস্ট করলেন আরিয়ান।
দু’টি ছবি দিয়েছেন শাহরুখের জ্যেষ্ঠপুত্র। প্রথমটিতে তাঁর দু’জন সঙ্গী। সুহানা এবং আব্রাম খান। দ্বিতীয়টিতে আরিয়ান লেন্সবন্দি হয়েছেন ভাইয়ের সঙ্গে। মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ লাইক পেয়েছে আরিয়ানের পোস্ট। কমেন্ট বক্সে শাহরুখ-তনয়কে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।
পোস্টের দ্বিতীয় ছবিটিতে বোনকে বাদ দিয়ে শুধু ভাইকে রেখেছেন আরিয়ান। দাদার এই কারসাজি সুহানার নজর এড়ায়নি। রসিকতার সুরে তিনি লেখেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার জন্য ধন্যবাদ।’
গত বছরের ১৫ অগস্ট ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছিলেন আরিয়ান। এর পর আর কোনও পোস্ট করেননি তিনি। দীর্ঘ এক বছর পর ফের তাঁর প্রত্যাবর্তন।
(আরও পড়ুন: এয়ারপোর্টে শাহরুখের হাত ধরে টানার চষ্টা ভক্তের, বাবাকে বাঁচাতে আরিয়ান কী করল দেখুন!)
২০২১ সালের অক্টোবর। মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এর পর বেশ কয়েকদিন মুম্বইয়ের আর্থার রোড জেলে ছিলেন শাহরুখ-তনয়। চলে তদন্ত। কিন্তু বহু তল্লাশি, জেরার পরেও আরিয়ানের বিরুদ্ধে প্রমাণ মেলেনি। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ছাড়া পান তিনি।
(আরও পড়ুন: মুম্বইয়ের নাইটক্লাবে লেন্সবন্দি শাহরুখ-পুত্র, মাস্ক খুলতেই চিনে ফেললেন ভক্তরা)
আপাতত নিজের কেরিয়ার গড়তে মনোযোগী আরিয়ান। শোনা যাচ্ছে, পর্দার নেপথ্যে থেকে কাজ করতে ইচ্ছুক ২৪ বছর বয়সী এই তারকা-সন্তান।
For all the latest entertainment News Click Here