মাদক-কাণ্ডে নাম জড়িয়েছিল একসঙ্গে, অনন্যাকে দেখে এখন মুখ ঘুরিয়ে নিচ্ছে আরিয়ান
সম্প্রতি বোন সুহানাকে নিয়ে ‘মজা মা’র স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আরিয়ান খান। সেখান থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন শাহরুখের ছেলে। মুখ দেখে মনে হচ্ছে যেন চেনেনই না তিনি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ অভিনেত্রীকে। শুধু তাই নয়, সুহানার মুখ দেখা না গেলেও বডি ল্যাঙ্গুয়েজ বলছে গোটা ঘটনায় হকচকিয়ে গিয়েছেন খোদ অনন্যাও।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো নিমেষে ভাইরাল। একজন কমেন্ট করেছেন, ‘এতদি গাঁজা নিয়ে কথা বলত। এখন পিছনে গুঁতো খাওয়ার ভয়ে চিনতেই পারছে না!’ অপরজন লিখলেন, ‘ইসসসসস! এই ভিডিয়োটায় যদি অনন্যার মুখটা থাকত, আমি আরও মজা পেতাম।’ অন্যজন লিখলেন, ‘এক নেপো কিড অন্য নেপো কিডকে অ্যাটিটিউড দেখাচ্ছে। এদের জন্যই আজ বলিউডের এই হাল হয়েছে।’
বলে রাখা ভালো, সুহানার বেস্ট ফ্রেন্ড অনন্যা। মন্নতে যাতায়াত আছে, একসঙ্গে পার্টিও করেছেন সকলে মিলে। স্বভাবতই প্রশ্ন উঠছে, মাদক মামলার জেরেই কি আরিয়ান এভাবে লোকচক্ষুর সামনে এরিয়ে গেলেন বোনের বান্ধবীকে।
গত বছর যখন আরিয়ানের নাম জড়িয়েছিল মাদক মামলায়, তখন আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে কথা বলার প্রমাণ হাতে এসেছিল বলে দাবি করেছিল এনসিবি। এরপরেই অনন্যার বাড়িতে যায় এনসিবি। হয় তল্লাশি, মোবাইল-ল্যাপটপ সহ একাধিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, দু’ দিন তিনি হাজিরাও দিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোলের মুম্বই অফিসে।
যদিও এসবই এখন অতীত। আরিয়ানকে প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করে দিয়েছে এনসিবি। খুব জলদি পরিচালক হিসেবে বলি ডেবিউ হওয়ারও কথা আছে শাহরুখের ছেলের।
For all the latest entertainment News Click Here