মাথা ঘোরা-সহ তীব্র অস্বস্তির অভিযোগ, কোহলার-ক্যাডমোরকে রিলিজ দিল জাফনা কিংস
শুভব্রত মুখার্জি: চলতি লঙ্কা প্রিমিয়র লিগ চলাকালীন ক্রিকেটার বদল করতে বাধ্য হল জাফনা কিংস ফ্রাঞ্চাইজি। ইংরেজ ব্যাটার টম কোহলার-ক্যাডমোর শুরু থেকেই খেলছিলেন জাফনা কিংস দলের হয়ে। তবে সাম্প্রতিক সময়ে তিনি বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। মাথা ঘোরা-সহ ছিল তীব্র অস্বস্তির অভিযোগ। আর সেই কারণেই তাঁকে রিলিজ করে দেওয়া হল জাফনার তরফে। ক্যাডমোরের বদলে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের আফিফ হোসেন। উল্লেখ্য আফিফ হোসেন বেশ মারকুটে স্বভাবের ব্যাটার। বাংলাদেশের হয়ে লোয়ার মিডল অর্ডারে টি-২০ তে বেশ কিছু ঝোড়ো ইনিংস তিনি খেলেছেন সম্প্রতি।
প্রসঙ্গত এই বছরের গোড়ার দিকে কনকাশানের শিকার হন ক্যাডমোর। চলতি মরশুমের প্রথম ম্যাচেই তিনি এই ঘটনার শিকার হন। তারপর থেকেই তাঁর মাথা ঘোরা-সহ নানারকম অস্বস্তি ছিল। আর সেই কারণেই তাঁকে রিলিজ করে দিল জাফনা। প্রথম ম্যাচে ওই ঘটনা ঘটার পরবর্তীতে তিনি কিংসদের হয়ে পরবর্তী পাঁচটি ম্যাচেও খেলতে পারেননি। এরপরেই ক্যাডমোর টিম ম্যানেজমেন্টকে তাঁর অস্বস্তির কথা জানান। জানান তিনি দেশে ফিরতে চান। সেখানে ফিরে তিনি তাঁর সমস্ত রকম পরীক্ষা করাতে চান।
তাঁর আবেদনে সাড়া দেয় জাফনার টিম ম্যানেজমেন্ট। তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে অবশ্য জানা গিয়েছে লঙ্কা প্রিমিয়র লিগেই প্রথমবার নয়। এর আগেও তিনি এই কনকাশানের শিকার হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল পাকিস্তান সুপার লিগে। পেশোয়ার জালমির হয়ে নেটে ব্যাট করার সময় একটি বল সজোরে লেগেছিল তাঁর হেলমেটে। কিংস দলের ম্যানেজার সারাঙ্গা উজেরত্নে জানিয়েছেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাবধানতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (রিলিজের)।’ তাঁর পরিবর্তে দলে আসা আফিফ রবিবার গল গ্ল্যাডিয়েটর্সদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন জাফনার হয়ে। ২০১৮ সালে টাইগারদের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ তে অভিষেক হয়েছিল আফিফের। ৫৫টি ম্যাচে তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন ১০০৩ রান। তাঁর স্ট্রাইক রেট ১২০.৫৫। পার্ট টাইম অফ স্পিন বোলিং ও করেন তিনি।
For all the latest Sports News Click Here