মাথায় কী চলছিল শেষ দুই বলে! ফাঁস করলেন তেওয়াটিয়া
এর আগেও ২০২০সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে টানা চারটি ছক্কা মেরেছিলেন। নিজের প্রাক্তন দল রাজস্থান রয়্যালসকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন। এবার আইপিএলের নতুন দল গুজরাট টাইটানসের হয়ে এই কীর্তি গড়েছেন তিনি। তিনি হলেন গুজরাট টাইটানসের রাহুল তেওয়াটিয়া। দুইবারই পঞ্জাবের বিরুদ্ধেই এই কীর্তি করেছেন রাহুল।রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় তখন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলকে টার্গেট করেন এবং এখন গুজরাটের হয়ে খেলার সময় ক্যারিবিয়ান পেসার ওডিন স্মিথকে লক্ষ্য করেন।
কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নামর আগে রাহুল কী পরিকল্পনা নিয়েছিলেন? এই প্রশ্ন করা হলেই বেরিয়ে আসে আসল সত্য। দিনের শেষে গুজরাট টাইটানসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া এই রহস্য ছথেকে পর্দা তোলেন। তিনি বলেন,‘মাঠে নেমে ছয় মারা ছাড়া আর কিছুই ভাবার ছিল না। এই জিনিসটাই আমি আর ডেভিড (মিলার) ভাবছিলাম। আমি স্মিথের বিরুদ্ধে পরিকল্পনা করেছিলাম। শেষ বলটা ব্যাটের একেবারে মাঝখানে হিট করেছিল। আমি জানতাম ওটা ছয় হবেই। প্রথম যে বলটা ও করেছিল তা ছিল অফ স্ট্যাম্পের বাইরে। তাই আমি ভেবেছিলাম শেষ বলটাও ওই জায়গাতেই করবে।’
গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পরে চলতি মরশুমে তার গায়ে উঠেছে গুজরাট টাইটানস দলের জার্সি। জার্সির রঙ বদলালে ও কঠিন ম্যাচ ফিনিশ করার যে অভ্যাস রয়েছে রাহুলের তা যে একেবারেই বদলায়নি তা ফের প্রমাণ করে দিলেন তিনি। সাজঘরের পরিবেশ নিয়ে বলতে গিয়ে তেওয়াটিয়া বলেন,‘ড্রেসিং রুম আসলে খুব শান্ত। আশু ভাই (নেহরা),গ্যারি কার্স্টেন এবং সাপোর্ট স্টাফরা সত্যিই ভালো কাজ করেছেন। আমাদের শুধু পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতেবলা হয়েছে।’
For all the latest Sports News Click Here