মাথায় জটা নিয়ে তাণ্ডব নৃত্য় অক্ষয়ের,মুক্তি পেল ‘OMG 2′-এর নতুন গান ‘হর হর মহদেব’
অপেক্ষার অবসান। মাথায় জটা, সারা গায়ে ছাই মাখা, গলায় রুদ্রাক্ষের মালা, তাণ্ডব নৃত্য়ে মেতেছেন অভিনেতা অক্ষয় কুমার। প্রকাশ্য়ে এল ‘ওহ মাই গড ২’-এর নতুন গান ‘হর হর মহাদেব’। গানে হাজার হাজার মানুষের সঙ্গে তাণ্ডব নৃত্য়ে মেতে উঠেছেন অভিনেতা।
গানটি গেয়েছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম মন্ত্রস। নাচের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচারিয়া। অক্ষয় কুমারকে এই গানের ভিডিয়োতে ভগবান শিবের অবতারে দেখা যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অমিত রাই। OMG এর সিক্যুয়েল এই ছবি। ওহ মাই গড ২-এর দ্বিতীয় গান ‘হর হর মহাদেব’, দেখুন-
আরও পড়ুন: মেয়েকে র্যাম্পে হাঁটতে দেখে গর্বিত অর্জুন, মাইরার ভিডিয়ো পোস্ট করে কী লিখলেন
অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়াও লিড রোলে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। রয়েছেন ইয়ামি গৌতম, রামায়ণ-খ্যাত অরুণ গোভিল। গতবার নাস্তিক পরেশ রাওয়ালের জন্য মর্তে এসেছিলেন কৃষ্ণরূপী অক্ষয়। আর এবারে শিবরূপী অক্ষয়, শিবভক্ত কান্তি শরণ মুদগল (পঙ্কজ)-এর জন্য মর্তে আসবেন। ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে।
‘ওহ মাই গড ২’ নিয়ে শুরু থেকে একাধিক বিতর্ক চলছিল। সেন্সরবোর্ডের তরফে এই ছবির মোট ২০টি দৃশ্য়ে কাঁচি চালানো হয়েছে। এরপরও ‘A’ সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ছবিকে। আগামী ১১ অগস্ট ‘ওএমজি ২’ মুক্তি পাবে।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওহ মাই গড’, বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। ১১ বছর পর ছবির সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন অক্ষয় কুমার। উল্লেখ্য, ২০২১ সালে ‘ওহ মাই গড ২’ ছবির কথা ঘোষণা করেন অক্ষয়। প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়।
For all the latest entertainment News Click Here