মাথায় আঘাত পেয়ে বাক্শক্তি হারান, নাগার ছবি দেখে ফের কথা বলে ওঠেন পুলিশ কনস্টেবল
আপাতত আগামী ছবি ‘কাস্টডি’র প্রচারে ব্যস্ত দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। ছবিতে পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবির প্রচারে বের হয়ে হায়দরাবাদে কিছু পুলিশ কর্মীর সঙ্গে আলাপচারিতায় দেখা যায় নাগা চৈতন্যকে। সেসময়ই নাগার প্রশংসায় পঞ্চমুখ হল এক পুলিশ কনস্টেবল। তিনি অভিনেতাকে জানিয়েছেন কীভাবে নাগার ছবি তাঁকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল।
ওই পুলিশ কনস্টেবল নাগাকে জানান, তাঁর অভিনীত ছবি ‘তাড়াখা’ দেখে তাঁর বাকশক্তি ফিরেছে। তাঁর কথায়, ‘একবছর আগে বাইক দুর্ঘটনার পর আমার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। আমি কথা বলার ক্ষমতা হারিয়েছিলাম। তখন তাড়াখা ছবিটি দেখে, অনুপ্রাণিত হয়ে আমি বাকশক্তি ফিরে পাই, আবারও দৌড়াতে পারি। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, শুধু আপনার জন্য। তাড়াখা ছবিতে পুলিশ অফিসারকে ভিলেনরা মারধর করেছিল, আপনি এসে আপনার কথা দিয়ে তাঁকে উজ্জীবিত করেন, পুলিশ আধিকারিককে নির্ভিক করে তোলেন, সেই দৃশ্যটিই আমি দেখেছিলাম। সেটাই আমার বাকশক্তি ফিরিয়েছিল।’
আরও পড়ুন-‘বাবা এমনই ছিলেন, রাস্তাঘাটে মন্দির দেখলেই হল, সঙ্গে সঙ্গেই…’ ঋষি কাপুরকে নিয়ে মুখ খুললেন রণবীর
ওই কনস্টেবল নাগাকে জানান, তিনি তাঁর ‘কাস্টডি’ ছবিটিও দেখবেন। এদিকে আরও এক কনস্টেবল নাগাকে পরীক্ষা করতে বেশকিছু কসরত দেখাতে বলেন, নাগা অনায়াসেই সেগুলি দেখিয়ে দেন। এমনকি একবারে তিনি ৩০টি পুশ আপও করেন। নাগা চৈতন্য় বলেন, তিনি পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে খুশি। এধরনের কোনও চরিত্রের উপর ছবি সাম্প্রতিক সময়ে হয়নি।
‘কাস্টডি’ ছবিতে নাগা চৈতন্য ছাড়াও রয়েছেন, কৃতি শেঠি, প্রিয়মনি, সম্পত রাজ এবং অরবিন্দ স্বামী। এটি তামিল ও হিন্দিতে মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here