মাত্র ৮ রান করলেই কোহলিদের এলিট লিস্টে ঢুকবেন ধোনি, মাইলস্টোনের সামনে রাহুলও
সোমবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন টপটে যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। তার জন্য চেন্নাই দলনায়কের দরকার মাত্র ৮ রান।
আসলে লখনউয়ের বিরুদ্ধে ৮ রান করলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০০০ রান পূর্ণ করবেন ধোনি। আইপিএলের ইতিহাসে সপ্তম ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জনের হাতছানি রয়েছে ধোনির সামনে। তাঁর আগে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০০০ রানের মাইলস্টোন টপকেছেন বিরাট কোহলি (৬৭০৬), শিখর ধাওয়ান (৬২৮৪), ডেভিড ওয়ার্নার (৫৯৩৭), রোহিত শর্মা (৫৮৮০), সুরেশ রায়না (৫৫২৮) ও এবি ডি’ভিলিয়র্স (৫১৬২)।
আপাতত আইপিএলের ২৩৫টি ম্যাচের ২০৭টি ইনিংসে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ৩৯.৩১ গড়ে ৪৯৯২ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৩৫.৩২। তিনি কোনও সেঞ্চুরি না করলেও হাফ-সেঞ্চুরি করেছেন ২৪টি। আইপিএলে এখনও পর্যন্ত ধোনি ৩৪৭টি চার ও ২৩০টি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন:- IPL 2023: ‘আজ বলবে ভারতের ভবিষ্যৎ, কাল বলবে অটো চালাও’, বিদ্রুপকারীদের সিরাজের প্রশ্ন, কতটা কষ্ট করতে হয়েছে জানেন কি?
অন্যদিকে, চেন্নাই ম্য়াচে একাধিক ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতাছানি রয়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের সামনেও। এই ম্যাচে ১১টি ছক্কা মারলে রাহুল ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ৩০০টি ছক্কা মারার নজির গড়বেন।
চিপকে ৬৫ রান করলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫০০ রান পূর্ণ করেন রাহুল। তিনি এই ম্যাচে ১০৩ রান করতে পারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। লোকেই আর ৭টি ক্যাচ ধরতে পারলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১০০ ক্যাচ ধরার নজির গড়বেন।
আরও পড়ুন:- Longest Over In IPL History: ১১ বলের ওভার, মুম্বইয়ের বিরুদ্ধে ভালো বল করেও IPL-এর ইতিহাসে লজ্জাজনক রেকর্ড গড়লেন সিরাজ
লোকেশ রাহুল চেন্নাই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলের ১১০টি ম্যাচের ১০১টি ইনিংসে ব্যাট করতে নেমে ৪৭.৫২ গড়ে ৩৮৯৭ রান সংগ্রহ করেছেন। তিনি ১৩৫.৯৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৪টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৩১টি। রাহুল আইপিএলে মোট ৩২৭টি চার ও ১৬৫টি ছক্কা মেরেছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here