মাত্র ৮৭ বলে ১৩৮ করে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ইংল্যান্ড
শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত মহিলাদের চলতি টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। গ্রুপ-বি’র ম্যাচে এদিন সহজ জয় পেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পার্লের বোল্যান্ড পার্কে এ দিন কার্যত একপেশে ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ইংল্যান্ড। ম্যাচের নায়িকা নিঃসন্দেহে ন্যাট স্কিভার ব্রান্ট। তাঁর ঝোড়ো অপরাজিত ইনিংসে ভর করে সহজ জয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ইংল্যান্ড।
আরও পড়ুন… রোহিতের অবিশ্বাস্য নক দীর্ঘ সময় ধরে মনে থাকবে- হিটম্যানের পারফরমেন্সে মুগ্ধ কোহলির কোচ
এ দিন প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে তারা। এ দিন ওপেনিং জুটিতে ৪৭ রান করে ক্যারিবিয়ানরা। ওপেনার তথা অধিনায়ক হেইলি ম্যাথুজ করেন ৩২ বলে ৪২ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চারে। সেমাইন ক্যাম্পবেল ৩৭ বলে ৩৪ রান করেন। ১৩ বলে ১৪ রান করেন সিনেলে হেনরি। অ্যাফি ফ্লেচার ৫ বলে ১০ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে সোফি একেলস্টন ২৩ রান দিয়ে নেন তিনটি উইকেট।
আরও পড়ুন… একবারই ব্যাট করবে ভারত, মার্ক ওয়াকে বলেছিলেন কার্তিক, কথা মিলতেই মনে করালেন
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৪.৩ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ৩৩ বল বাকি থাকতে ম্যাচে জয় নিশ্চিত করে ইংল্যান্ড দল। ওপেনিংয়ে ব্যাট হাতে ঝড় তোলেন সোফিয়া ডাঙ্কলি। মাত্র ১৮ বলে ৩৪ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং ১টি ছয়ে। ড্যানি ওয়াট ৯ বলে ১১ এবং অ্যালিস ক্যাপসি ৯ বলে ১৩ করে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক হিথার নাইট ২২ বলে অপরাজিত ৩২ রান করে এবং ন্যাট স্কিভার ৩০ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলের ৭ উইকেটে জয় নিশ্চিত করেন। ক্যারিবিয়ানদের হয়ে সিনেলে হেনরি ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ন্যাট স্কিভার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here