মাত্র ৬৩ বছরেই নিভল জনপ্রিয় মালায়লি অভিনেতার জীবনদীপ
মালায়লাম অভিনেতা এবং মিমিক্রি আর্টিস্ট কলাভবন হানিফ চলে গেলেন। মাত্র ৬৩ বছরে প্রয়াত হলেন তিনি। কোচিতে বৃহস্পতিবার ৯ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
কী হয়েছিল অভিনেতার?
অভিনয় জগতে তিনি চেপ্পুকিলুকান্না চানাগাথি ছবির মাধ্যমে ১৯৯১ সালে পা রাখেন। তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহ ধরে তিনি কোচির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এমনটাই জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্টে।
অভিনেতা কোন কোন ছবিতে কাজ করেছেন?
জুড অ্যান্থনি জোসেফের ছবি এভরিওয়ান ইজ এ হিরোর অংশ ছিলেন হানিফ। ২০১৮ সালে এই ছবিটিকে ভারতের তরফে আনুষ্ঠানিক ভাবে অস্কারের জন্য পাঠানো হয়েছিল। তবে কলাভবন হানিফ বিশেষ খ্যাতি পান ২০২১ সালে মুক্তি পাওয়া কমেডি ছবি এ পারাক্কুম থালিকা মুক্তি পাওয়ার পর।
আরও পড়ুন: দেবচন্দ্রিমার প্রশ্নে বোল্ড আউট সৌরভ, চটে গিয়ে বললেন, ‘আজকালকার ছেলেমেয়েদের হয়েছে কী…’
আরও পড়ুন: ‘গানটার আত্মাকে খুন করেছে’, রহমানের তৈরি কারার ওই লৌহকপাট শুনে ক্ষুব্ধ নেটপাড়া
অভিনেতা তাঁর স্ত্রী ওয়াহিদা এবং দুই সন্তান সিতারা হানিফ এবং শাহরুখ হানিফের সঙ্গে থাকতেন। কেবল অভিনয় নয়, মিমিক্রিতেও অত্যন্ত দক্ষ ছিলেন হানিফ। তিনি কলাভবনের শিল্পীও ছিলেন। সেখানে তিনি তাঁর দল নিয়ে মিমিক্রি করতেন।
অভিনয় জগতে মূলত কমিক চরিত্র করতেই দেখা যেত হানিফকে। ১৯৯১ সালে প্পুকিলুকান্না চানাগাথি ছবির মাধ্যমে ডেবিউ করার পর তিনি প্রায় ৩০০টি ছবিতে কাজ করেছিলেন। এছাড়াও একাধিক সিরিয়াল এবং নাটকেও কাজ করে ছিলেন তাঁর এই ত্রিশ বছরের কেরিয়ারে। অভিনেতার মৃত্যুতে অনেকেই গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।
For all the latest entertainment News Click Here